অনলাইন সার্চ আর বিজ্ঞাপন সংক্রান্ত নীতিতে গুগলের একচ্ছত্র আধিপত্য বিস্তার অবৈধ বলে রুল জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
গুগলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান অ্যালফাবেটের জন্য এটা একটি বড় ধাক্কা। এই রুলের কারণে প্রযুক্তি জায়ান্টগুলোর ব্যববসার ধরনে পরিবর্তন আসতে পারে।
এর আগে ২০২০ সালে গুগলের বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অভিযোগ ছিল, অনলাইন সার্চ মার্কেটের ৯০ শতাংশই নিয়ন্ত্রণ করে গুগল। এটা এখনও অনিশ্চিত কী ধরনের শাস্তি গুগল বা অ্যালফাবেটের হতে পারে। জরিমানা নির্ধারণ করা হবে শুনানির পর।