মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়ন থেকে বিএনপির থানা কমিটির সহসভাপতি রুহুল আমীন ভূঁইয়ার নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
আজ শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মহিউদ্দন আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন তারা। এ সময় যোগদান করা সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
যোগদান করা নেতাদের মধ্যে রয়েছেন থানা বিএনপির সহসভাপতি রুহুল আমিন ভুঁইয়া, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন ভুঁইয়া, কেয়াইন ইউনিয়নের বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক শাহাদাৎ হোসেন, কেয়াইন ইউনিয়নের বিএনপির সদস্য মহিউদ্দিন প্রমুখ। তারা ইউনিয়নের কুচিযামোড়া এলাকায় নিজস্ব অফিসে এসে আওয়ামী লীগে যোগদান করেন।
তারা জানান, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য অনেক কিছু করেছে। অনেক উন্নয়ন করেছে, যা অন্য কোনো দল করতে পারেনি। তাই তারা আওয়ামী লীগে যোগদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আ. রহিম ভুইয়া, থানা আওয়ামী লীগের সহসভাপতি মহিসন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক কাউছার ভুইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু প্রমুখ।