24 C
Dhaka
শনিবার, মার্চ ২২, ২০২৫

আয়নাঘরের কারিগর জিয়াউল আহসান রিমাণ্ডে

নারায়ণগঞ্জের সাত খুনে সংশ্লিষ্টতার অভিযোগ  হত্যা-গুম ও নির্যাতনে ব্যবহারের জন্য ১৫ বছরে ৩০ হাজার কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছে  শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে নির্বিচারে হত্যাকান্ডের পুলিশ-র‌্যাবের অভিযানে জিয়াউল র‌্যাবের নেতৃত্ব দিয়েছিলেন

দেশে বহুল আলোচিত গুম-খুন ও আয়নাঘরের মূল কারিগর এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গতকাল শুক্রবার আদালতে হাজির করা হয়। পরে একটি হত্যা মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব। এর আগে জিয়াউল আহসানকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জিয়াউল আহসানকে আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। আদালত থেকে রাতে তাকে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছয় জন নিহত হন। এ ব্যাপারে নিউমার্কেট থানায় সন্দেহভাজন অজ্ঞাতনামা বেশ কিছু সংখ্যক লোকের নাম দিয়ে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় পুলিশ মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জিয়াউল আহসানের সম্পৃক্ততা অভিযোগ পাওয়া যায়। এ প্রেক্ষিতে সেনা হেফাজতে থাকা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সেনাবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করে।

আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সরকারের ভিন্নমতাবলম্বী দমনের সব ধরনের পন্থা ব্যবহার করতেন জিয়াউল আহসান। আয়নাঘরের মূল কারিগরও ধরা হয় তাকে। সরকারবিরোধীদের ধরে এনে এখানে আটকে রেখে নির্যাতন করা হতো দিনের পর দিন। সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান রহস্যের সঙ্গে তার নাম এসেছে বারবার। জিয়াউল আহসান সরকারবিরোধী প্রবল আন্দোলন দমনে স্নাইপার ব্যবহার করেছেন। ফোনে আড়ি পেতে কাউকে সন্দেহজনক মনে হলেই তুলে নিয়ে যেতেন, এমন অভিযোগ এন্তার তার বিরুদ্ধে। ২০০৪ সালে র‌্যাবের হাতে নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় র‌্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান আগে থেকেই জানতেন বলে অভিযোগ ওঠে। ওই সময় জিয়াউল আহসানকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে প্রশাসনিক তদন্ত কমিটি। নারায়ণগঞ্জ হত্যাকা- নিয়ে সংবাদপত্রে জিয়ার দেয়া বক্তব্য নিয়ে এর আগে উষ্মা প্রকাশ করেছিল হাই কোর্ট। পরে তাকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়। আইন বহির্ভূত হত্যা ও কর্মকা-ের বহু অভিযোগ তার বিরুদ্ধে। কিন্তু তার সব কাজ সরকারের আনুকূল্যে হয়েছে বলে নির্বিবাদে তা চালিয়ে গেছেন জিয়া। একই বছেরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে লিংক রোড ধরে ঢাকায় যাওয়ার পথে অপহৃত হন সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং তার চার সহযোগী। প্রায় একই সময়ে একই সড়ক থেকে গাড়িচালকসহ অপহূত হন আইনজীবী চন্দন সরকার। তিন দিন পর গত ৩০ এপ্রিল একে একে ছয়জনের এবং পরদিন ১ মে আরেকজনের লাশ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়। এ মামলায় র‌্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব.) তারেক মোহাম্মদ সাঈদ, মেজর (অব.) আরিফুর রহমান ও লে. কমান্ডার এম এম রানা সাত খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে নারায়ণগঞ্জের আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। শাপলা চত্ত্বরে হেফাজতের মহাসমাবেশে নির্বিচারে হত্যাকান্ডের পুলিশ-র‌্যাবের অভিযানে জিয়াউল র‌্যাবের নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে শত শত হেফাজত নেতা-কর্মীকে হত্যার অভিযোগ রয়েছে।

সূত্র আরো জানায়, গত ১৫ বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার গোয়েন্দা-নজরদারি যন্ত্র, হত্যা-গুম ও নির্যাতনে ব্যবহারের সরঞ্জাম কেনা হয়েছে। বেশির ভাগ কেনা হয়েছে সরাসরি। এমনও বহু ইকুইপমেন্ট কেনা হয়েছে, যা কখনো ব্যবহার করা হয়নি। লোকবল নিয়োগ দেওয়া হয় যথেচ্ছভাবে, প্রয়োজনের কয়েক গুণ বেশি। এই সব আয়োজনই ছিল বিরোধীদের গুম-খুনের কাজে ব্যবহারের জন্য। বাংলাদেশে গুম-খুনের আসল কারিগর সে শুধু তা না, ফোন ট্যাপিংয়ের নামে মানুষের প্রাইভেসি ধ্বংস করেছে সে। এবং প্রাউডলি সেই সব রেকর্ডিং এই পারভার্ট লোকটা মিডিয়াতে সরবরাহ করতো এবং আমাদের স্পাইনলেস মিডিয়া সেগুলো প্রচার করতো।

অন্যদিকে জিয়াউল আহসানের আইনজীবী নাজমুন নাহার আদালতকে বলেন, তার মক্কেল কখনো ডিজিএফআইয়ে কর্মরত ছিলেন না। তিনি ‘আয়নাঘর’ (গোপন বন্দীশালা) বানাননি। ফেসবুকে তাকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। গত ৭ আগস্ট বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অপরদিকে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ উল্লাহ খান আদালতকে বলেন, এই আসামি অপরাধী।

শুনানির এক পর্যায়ে জিয়াউল আহসান আদালতকে বলেন, আমাকে ৭ আগস্ট বাসা থেকে নিয়ে গেছে। আমি আটদিন ধরে আয়নাঘরে ছিলাম। আমি কোনো আয়নাঘর বানাইনি। আমার হার্টের ৭০ ভাগ ব্লকড। আমাকে স্বেচ্ছায় অবসর দেয়া হয়েছে। আমি কখনো ধানমন্ডিতে যাইনি। এনটিএমসি কেবল ডিজিটালি গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। আমার নামে আগে কখনো মামলা হয়নি। ছাত্রজনতার আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত মঙ্গলবার মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার কথা জানায় আইএসপিআর।

২০২২ সালের ৫ সেপ্টেম্বর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব দেয়া হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে। তিনি ১৯৯১ সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার বলে পরিচিত ছিলেন জিয়াউল আহসান। ২০০৯ সালের ৫ মার্চ র‌্যাব-২ এর উপ-অধিনায়ক ও একই বছর লেফট্যানেন্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক হন তিনি। পরে ২০১৩ সালের ডিসেম্বরে জিয়াউল আহসান কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান। এনটিএমসি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ইন্টারসেপশন সহায়তা দিয়ে থাকে। এনটিএমসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, তদন্তকারী সংস্থাসহ ৩০টি সংস্থা সরাসরি সংযুক্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুঙ্গ মুহূর্তে দেশে ইন্টারনেট বন্ধে এই সংস্থার প্রধান জিয়াউল আহসানের ভূমিকা রয়েছে বলে জানা যাচ্ছে।

এ মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী শাহজাহান আলী নিউ মার্কেট থানাধীন মিরপুর রোডের বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকানে কাজ করতেন। প্রতিদিনের মতো গত ১৬ জুলাই সকাল ৯টার দিকে দোকানে যান তিনি। সেদিন সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি মামলার বাদীকে মোবাইল ফোনে জানান যে, শাহজাহান আলী গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, উন্নত চিকিৎসার জন্য শাহজাহানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে শাহজাহানের লাশ শনাক্ত করেন বাদী।

আন্দোলন দমাতে স্নাইপার নামান জিয়া! আয়নাঘরও তার কা-! শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৪২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন একটি কিশোর। তার দুই পায়ে দুটি গুলি। মিরপুরে বাসায় ফিরতে গিয়ে গুলিবিদ্ধ হয় সে। মিরপুরেই এক ব্যক্তি বাসা থেকে বেরিয়েছিলেন একটু ঘোরাফেরা করবেন বলে। রাস্তায় দাঁড়াতেই হঠাৎ কোত্থেকে এসে গুলি লাগে তার পায়ে। আশপাশে তখন কোনো সংঘর্ষ ছিল না। আবার মিছিলের পেছনে, আশপাশে অবস্থান করা, এমনকি বাসার বারান্দা কিংবা ভেতরে আহত-নিহত হয়েছে কেউ কেউ, এমন ঘটনা অনেক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশেষ করে ১৭ জুলাই থেকে এ ধরনের ঘটনা আকছার ঘটেছে। আহত-নিহতের তালিকায় আছেন শিশু-কিশোর থেকে মধ্যবয়সী মানুষ।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আন্দোলন দমাতে এবং মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করতে স্নাইপার ব্যবহার করা হয়েছে। এ জন্য হতাহতের সংখ্যা বেশি। উচ্চ প্রশিক্ষিত এবং নিখুঁত লক্ষ্যভেদী স্নাইপার মাঠে নামানোর বিষয়ে সন্দেহের তীর মেজর জেনারেল জিয়াউল আহসানের দিকে। আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে জিয়ার বিরুদ্ধে। সেনাবাহিনী, র‌্যাব. এনএসআই হয়ে সর্বশেষ তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের (ডিজি) দায়িত্বে ছিলেন। সব জায়গায় তার প্রধান কাজ ছিল সরকারবিরোধীদের নজরদারিতে রাখা এবং ‘শায়েস্তা’ করা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

0
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে হাজার খানেক শিক্ষার্থী তিতুমীর কলেজ...

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন ডিজি কাউসার নাসরীন

0
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) কাউসার নাসরীন। সোমবার (১৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র...

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

0
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ৩০ নভেম্বর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না। সম্প্রতি এ সংক্রান্ত একটি...

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার

0
ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর...

‘শেখ হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, তবে বাস্তবতা ভিন্ন’

0
ভারতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্যগুলো বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে...