আলীপুর জাজ কোর্টে হাজির করার জন্য ১০ সেপ্টেম্বর নেওয়া হয় সন্দীপ ঘোষকেছবি: এএনআই
পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় হাসপাতালটির সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তালা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ মণ্ডলকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই নিজেদের হেফাজতে পেয়েছে। আজ রোববার স্থানীয় এক আদালত এ আদেশ দেন বলে পিটিআইয়ের খবরে বলা হয়।
ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা (সিবিআই) মামলাটি তদন্ত করছে। সংস্থাটি গতকাল শনিবার সন্ধ্যায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে ঘটনার তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগ এনেছে এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে। আজ তাঁদের আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে সিবিআই।