মুহুর্মুহু রকেট হামলায় কেঁপে উঠলো ইসরায়েল। দেশটির বেশ কয়েকটি জায়গায় একযোগে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
এরমধ্যে দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। দেশটির উত্তরাঞ্চলে চালানো হয় এসব হামলা। এছাড়াও, ইসরায়েলি সেনাদের একটি সামরিক যান লক্ষ্য করেও হয়েছে হামলা। এসব হামলায় আহত হয়েছে কমপক্ষে ১৯ জন। এরমধ্যে অন্তত সাতজনকে নেয়া হয়েছে হাসপাতালে।
এদিকে, পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। তেল আবিবের হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচ হিজবুল্লাহ যোদ্ধা। লেবাননের রাজধানী বৈরুতেও উড়তে দেখা গেছে ইসরায়েলের ফাইটার জেট।