নিজস্ব প্রতিবেদক : সারা দেশে খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান উচ্ছেদ করাকেই পদক্ষেপ হিসেবে গ্রহণ করেছে সরকার। তারা নির্বিচারে সারা দেশে হকার, ব্যাটারিচালিত যানবাহন, দিনমজুরদের রুটি-রুজির অবলম্বন বন্ধ করার অভিযান পরিচালনা করছে। তাই উচ্ছেদ করা হকারদের পুনর্বাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।
শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতারা পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় থেকে সদরঘাট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এ দাবি জানান।
পুরান ঢাকার বংশাল, কোতোয়ালি, সূত্রাপুর ও সদরঘাট এলাকায় নির্বিচারে হকার উচ্ছেদ ও মালামাল ধ্বংসের প্রতিবাদে এবং জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন ও পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে মিছিলটি করা হয়। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবীর বলেন-অবিলম্বে পুনর্বাসন বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ছাড়া সব উচ্ছেদ ও জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে। উপর থেকে নিচ পর্যন্ত সর্বত্র ক্ষ*মতাসীনদের মধ্যে নতুন করে দখল ও বণ্টন চলছে। তারই অংশ হিসেবে গরিব খেটে খাওয়া মানুষদের কর্মসংস্থান থেকে উচ্ছেদ করে শত কোটি টাকার চাঁদা বাণিজ্যে নতুন কর্ণধার নির্ধারণ করতে মানুষকে নিঃস্ব করা হচ্ছে।