দেশে চলমান পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশের সকল পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছে পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
আজ (রোববার, ৪ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিএমইএর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারি ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশের সকল পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিক ভাইবোনদের অনুরোধ করা হইল।’
আজ দিনব্যাপী সহিংসতায় পোশাক শিল্প প্রতিষ্ঠানসহ অসংখ্য প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। আশুলিয়ার জিরানী এলাকায় দুটি পোশাক কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঢাকা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে দেয়া তথ্যে এটি জানা গেছে। সংস্থাটি জানায়, বিকেলে জিরানী এলাকায় দুটি পোশাক কারখানায় আগুন দেয়া হয়। খবর পেয়ে আমাদের টিম পাঠানো হয়েছিল। কিন্তু গাড়ি যেতে পারেনি। পথেই গাড়ি ভেঙে দেয়া হয়েছে।