নিজস্ব প্রতিবেদক :
রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উপজেলা নির্বাচন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ও মন্ত্রীদের স্বজনদের সরে দাঁড়ানোর যে নির্দেশ দেওয়া হয়েছে, তার সঙ্গে ‘আইনের কোনো সম্পর্ক নেই’ বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এটা একান্তই তাদের দলের ‘নীতিগত সিদ্ধান্ত’।
রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন কাদের।
তিনি বলেন-স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত, এখানে আইনগত কোনো বিষয় নেই।
উপজেলা পরি*ষদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজনদেরও প্রার্থী হতে নিষেধ করেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘দলীয় কোন্দল নিরসন এবং নির্বাচনকে অংশগ্রহণমূলক করতেই’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের নেতাদের ভাষ্য।