24 C
Dhaka
শনিবার, মার্চ ২২, ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা ষড়যন্ত্র তত্ত্ব বদলাতে সক্ষম: গবেষণা

সাধারণত মনে করা হয়, যারা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন, তাদের মতামত পরিবর্তন করা অত্যন্ত কঠিন। এই ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে রয়েছে চাঁদে অবতরণকে ভুয়া বলা কিংবা কোভিড-১৯ ভ্যাকসিনে মাইক্রোচিপ বসানো হয়েছে বলে প্রচলিত কিছু ধারণা। এই ধরনের বিশ্বাস অনেক সময় মারাত্মক প্রভাব ফেলে।

আশার কথা হলো- সম্প্রতি গবেষকরা প্রমাণ করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ষড়যন্ত্রমূলক বিশ্বাসকে প্রভাবিত করতে পারে।

আমেরিকান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. থমাস কস্টেলোর নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, এআই কার্যকরভাবে সমালোচনামূলক চিন্তাভাবনা জাগিয়ে তুলতে এবং তথ্যভিত্তিক যুক্তি দিয়ে ষড়যন্ত্রমূলক ধারণাকে প্রতিরোধ করতে সক্ষম। গবেষণায় ২,১৯০ জন অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করা হয়, যারা ইতিমধ্যেই ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করতেন। তাদের সাথে ‘ডিবাঙ্কবট’ নামে একটি এআই ব্যবস্থার মাধ্যমে আলোচনা করা হয়।

প্রতিটি অংশগ্রহণকারী তাদের ষড়যন্ত্রমূলক বিশ্বাস এবং তার প্রমাণ এআই-কে উপস্থাপন করেন এবং তারপর তিনটি ধাপে আলোচনা করেন। আলোচনার পর তাদের নিজস্ব বিশ্বাসের সত্যতার মূল্যায়ন করতে বলা হয়। সেখানে ১০০ স্কেলের মধ্যে তাদের মতামত নেওয়া হয়। ষড়যন্ত্রমূলক বিষয় নিয়ে এআই-এর সাথে আলোচনা করা অংশগ্রহণকারীদের বিশ্বাসে ২০% হ্রাস দেখা যায়। অন্য বিষয় নিয়ে আলোচনা করা অংশগ্রহণকারীদের মধ্যে সামান্য পরিবর্তন হয়।

ড. কস্টেলো বলেন, প্রায় প্রতি চারজনের একজন যিনি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে শুরু করেছিলেন, তিনি এই পরীক্ষা শেষে সেই বিশ্বাস ত্যাগ করেছেন।

তিনি আরও জানান, এআই অনেক সময় মানুষকে সামান্য সংশয়ী ও অনিশ্চিত করে তোলে। তবে কিছু অংশগ্রহণকারী সম্পূর্ণরূপে তাদের ষড়যন্ত্রমূলক বিশ্বাস থেকে সরে আসেন। এই প্রভাব অন্তত দুই মাস পর্যন্ত স্থায়ী ছিল এবং প্রায় সব ধরনের ষড়যন্ত্র তত্ত্বের ক্ষেত্রে প্রযোজ্য। তবে যেসব তত্ত্ব বাস্তব তথ্যের ওপর ভিত্তি করে ছিল, সেগুলোতে তেমন পরিবর্তন দেখা যায়নি।

এই গবেষণার ফলাফলগুলো দেখায়, কৃত্রিম বুদ্ধিমত্তা মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে প্রতিরোধমূলক ভূমিকা পালন করতে পারে। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যান্ডার ভ্যান ডার লিন্ডেন এবং অন্যান্য বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, বাস্তব জীবনে মানুষ এআই -এর সাথে এমন আলোচনা করতে আগ্রহী হবে কিনা। তবে এই গবেষণার মাধ্যমে এআই ষড়যন্ত্র তত্ত্ব প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তা স্পষ্ট হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

0
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে হাজার খানেক শিক্ষার্থী তিতুমীর কলেজ...

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন ডিজি কাউসার নাসরীন

0
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) কাউসার নাসরীন। সোমবার (১৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র...

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

0
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ৩০ নভেম্বর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না। সম্প্রতি এ সংক্রান্ত একটি...

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার

0
ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর...

‘শেখ হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, তবে বাস্তবতা ভিন্ন’

0
ভারতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্যগুলো বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে...