নিজস্ব প্রতিবেদকঃ এএফআই ইনক্লুসিভ ফিনটেক শোকেস পুরস্কার পেয়েছে বাংলাদেশের আইফার্মার লিমিটেড।এএফআই কৃষিক্ষেত্রে উদ্ভাবনী ধারণার জন্য অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) ইনক্লুসিভ ফিনটেক শোকেস পুরস্কার পেয়েছে বাংলাদেশের কৃষিভিত্তিক উদ্ভাবনী উদ্যোগ (স্টার্টআপ) আইফার্মার লিমিটেড। উন্নয়নশীল দেশ ও উদীয়মান বাজারে স্বল্প আয়ের মানুষদের জন্য আর্থিক সেবা সহজলভ্য করার উদ্যোগগুলোকে এ পুরস্কার দিয়ে থাকে বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর জোট হিসেবে পরিচিত এএফআই। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে আইফার্মার লিমিটেড।
এএফআই ইনক্লুসিভ ফিনটেক শোকেস পুরস্কারের জন্য বিভিন্ন দেশ থেকে ১২টি প্রতিষ্ঠান চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। পরে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে সেরা তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিচারকদের রায়ে প্রথম পুরস্কার পেয়েছে বাংলাদেশের আইফার্মার লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় পেয়েছে যথাক্রমে সিয়েরা লিওনের মোসাবি এবং ভারতের রেভফিন।
বিজয়ী তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এল সালভাদরে অনুষ্ঠেয় এএফআই গ্লোবাল পলিসি ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি এক বছরের জন্য এএফআইয়ের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবে। এ ছাড়া লুক্সেমবার্গ হাউস অব ফাইন্যান্সিয়াল টেকনোলজির সদস্যপদও পাবে প্রতিষ্ঠানগুলো।