নিজস্ব প্রতিবেদক: দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। এই তপ্ত গরমে তাই সকলেই একটু স্বস্তি পেতে চাইছেন। শরীর ভালো রাখতে এবং মন ফুরফুরে করতে পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রেও সবাই বেশ সতর্ক হচ্ছেন। এই গরমে খুব চাপা বা উজ্জ্বল গাঢ় রঙের আউটফিট কেউই পরতে চান না, সে কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই আজ প্রবন্ধে সামার ফ্যাশনের ট্রেন্ডিং রঙের খোঁজ দেওয়া হল, আপনার আউটফিটে এই ধরনের রঙের ছোঁয়া অবশ্যই রাখবেন।
বর্তমানে ফ্যাশন দুনিয়ায় এই রং রীতিমতো সুপারহিট। ফ্যাশন ইনফ্লুয়েন্সররা তো এমন রঙের পোশাক কালেকশনে রাখছেনই, অন্যদিকে এটি জায়গা করে নিচ্ছে তারকাদের ওয়ারড্রোবেও। তাই আপনার কালেকশনেও কিন্তু এমন ল্যাভেন্ডার রঙা পোশাক থাকা মাস্ট! এক্ষেত্রে আপনি ল্যাভেন্ডার শেডের ড্রেস, কুর্তি বা শাড়ি পরতে পারেন। দারুণ দেখাবে!