26 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে লতিফকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার

নিহত-লতিফ

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুরের লতিফ (২৮) মুঠো ফোনে বাড়ী থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মাদক ব্যবসার জেরে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে নিহতের স্বজন ও স্থানীয়রা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৮টায় শ্রীপুর পৌরসভার বহেরারচাল মাদক ব্যবসায়ী শিরিনের বাড়ীতে ওই যুবককে মারধরের অভিযোগ করে তার স্বজনেরা। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষনা করে। নিহত লতিফ শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (কড়ইতলা) এলাকার আব্দুল খালেকের ছেলে।

নিহতের ছোট বোন খাদিজা আক্তার (২৩) বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক পৌণে ৮টার দিকে ঈদের দাওয়াতের কথা বলে মোবাইলে ফোন করে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার মাদক ব্যবসায়ী শিরিনের বাড়ীতে ডেকে নিয়ে যায় ,তার বন্ধু একই এলাকার সরাফত আলীর ছেলে মোফাজ্জল হোসেন। পরে খাওয়া-দাওয়া শেষে বাড়ীর বাহিরে বের হলে, মোফাজ্জল লতিফকে বাঁশ দিয়ে এলাপাতাড়ি মারপিট করে। এক পর্যায়ে তার মাথায় আঘাত লাগলে সে মাটিতে পড়ে যায় এবং তার মুখ দিয়ে লালা পড়তে থাকে।

এসময় প্রত্যক্ষদর্শী একই এলাকার ফাইজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম রাত ৯টার দিকে লতিফকে আহত অবস্থায় তার বাড়ীতে রেখে যায়। পরে আশরাফুল লতিফের চাচাতো ও মামাতো ভাই ফারুক, নূর ইসলাম এবং কবির হোসেনকে ফোন করে জানায় লতিফকে মারধর করেছে। তাকে বাড়ীতে দিয়ে আসছি। খবর পেয়ে তারা শ্রীপুর থেকে বাড়ীতে গিয়ে লতিফকে বাড়ীর আঙ্গিনায় পড়ে থাকতে দেখে। তাদের দেখে গুরুতর আহত  লতিফ বলে আমাকে মোফাজ্জল মারলো, কিছু করলে না তোরা। পরে দ্রুত লতিফকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকৎসক তাকে ইসিজি করে রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষনা করে।

এলাকাবাসী জানান, নাজমুল ইসলামের স্ত্রী শিরিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ প্রশাসনসহ স্থানীয়রা সকলেই তার মাদক ব্যবসার সমন্ধে অবগত রয়েছে। ঈদের আগে শিরিনের বাড়ীতে একাধিকবার পুলিশ হানা দেয়। শিরিনের বাড়ীতে পুলিশ যাওয়ার কারণে সন্দেহ করে ডেকে নিয়ে লতিফকে পিটিয়ে হত্যা করে থাকতে পারে বলে ধারনা করছে তারা। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজমুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। শুক্রবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

0
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে হাজার খানেক শিক্ষার্থী তিতুমীর কলেজ...

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন ডিজি কাউসার নাসরীন

0
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) কাউসার নাসরীন। সোমবার (১৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র...

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

0
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ৩০ নভেম্বর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না। সম্প্রতি এ সংক্রান্ত একটি...

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার

0
ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর...

‘শেখ হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, তবে বাস্তবতা ভিন্ন’

0
ভারতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্যগুলো বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে...