নিজস্ব প্রতিবেদক: কমবেশি সবারই গাড়ির শখ থাকে। গাড়ি এখন আর শুধু পরিবহণের মাধ্যম নয়। উন্নত ফিচার এবং সফটওয়্যারে সজ্জিত হয়ে সে নিজেই যেন পুরো পৃথিবী। গাড়িতে যেতে যেতেই অনলাইনে সিনেমা দেখা যায়। কিংবা অফিসের কাজ। সবকিছুই ওয়াই-ফাইয়ের দৌলতে। কিন্তু গাড়িতে কীভাবে ওয়াই-ফাই ইনস্টল করতে হয়? সেটা জানেন না অনেকেই।
ওয়াইফাই হটস্পট আছে কি নাকিছু গাড়িতে ইনবিল্ট ওয়াই-ফাই থাকে। তবে বেশিরভাগ গাড়িতেই ওয়াই-ফাই চালানোর জন্য আফটারমার্কেট গ্যাজেটের প্রয়োজন হতে পারে। বিষয়টা ভালো করে বুঝে নেওয়ার জন্য গাড়ির ম্যানুয়াল দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
আনুষাঙ্গিক জিনিসপত্র কেনাওয়াই-ফাই ইনবিল্ট না থাকলে সেটআপ করার জন্য কিছু গ্যাজেট কিনতে হবে। যেমন পোর্টেবল হটস্পট, ডঙ্গল এবং ওবিডি-২ অ্যাডাপ্টার। প্রয়োজন এবং বাজেট অনুযায়ী উপযুক্ত বিকল্প বেছে নিতে পারেন গ্রাহক।