প্রতীকী ছবি
চীনের পরিষেবা বাণিজ্যের আন্তর্জাতিক মেলা সিআইএফটিআইএস-এ পাকিস্তানি ও চীনা কোম্পানির মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, মেলায় স্বাক্ষরিত মোট ৩৫ কোটি ডলারের দুটি সমঝোতা স্মারক পাকিস্তান-চীন অর্থনৈতিক সম্পর্কের চলমান শক্তিশালীকরণকেই প্রতিফলিত করে।
মুখপাত্র বলেছেন, এই সমঝোতা স্মারকগুলো কয়েক দশক ধরে বিস্তৃত পাকিস্তান-চীন অর্থনৈতিক সম্পর্কের ইতিবাচক গতিপথের ওপর ভিত্তি করেই হয়েছে।
বালোচ বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শেনচেনে পাকিস্তান ব্যবসা এবং বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের ফলে একাধিক বিজনেস-টু-বিজনেস চুক্তি হয়েছে, যার মধ্যে ১৬টি ইতোমধ্যে কার্যকর হয়েছে।
মুখপাত্র আরও বলেন, চুক্তিগুলো মূলত পাকিস্তানের বাজারের প্রতি চীনা বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন ঘটিয়েছে এবং একটি প্রধান আঞ্চলিক অংশীদার হিসেবে পাকিস্তানের ভূমিকাকে তুলে ধরেছে।
মুখপাত্র বলেছেন, অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তান ও চীনের মধ্যে অব্যাহত সহযোগিতা পাকিস্তানে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত অগ্রগতি এবং সক্ষমতা বাড়াবে এবং পাকিস্তানের বাজারে চীনা কোম্পানিগুলোর প্রবেশাধিকারও বাড়াবে।