তিনি নাকি কখনো অভিনেত্রীই হতে চাননি। কিন্তু অভিনয় যাঁর রক্তে, তাঁর যে ঘুরেফিরে অভিনয়ের কাছেই আত্মসমর্পণ করার কথা ছিল। হয়েছেও তা-ই। দশকের পর দশক ধরে তিনি হয়েছেন বলিউডের রানি। তিনি রানী মুখার্জি। আজ তাঁর ৪৬তম জন্মবার্ষিকী।
রানীর বাবা রাম মুখার্জি ছিলেন চলচ্চিত্র পরিচালক। মা কৃষ্ণা মুখার্জি সিনেমায় গান করতেন। বড় ভাই রাজা মুখার্জিও হেঁটেছেন বাবার পথ ধরে। তিনি একই সঙ্গে পরিচালক ও প্রযোজক। জনপ্রিয় ভারতীয় বাঙালি অভিনেত্রী দেবশ্রী রায় রানীর খালা। বলিউড তারকা কাজল তাঁর দূর সম্পর্কের বোন।
অবশ্য কাজল ও রানীর মধ্যে ঠান্ডা লড়াই ছিল শুরু থেকেই। এ লড়াই প্রকাশ্যে না হলেও বুঝতে বাকি ছিল না কারও। শোনা যায়, বোন হলেও করণ জহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সময় রানীকে এতটুকু ছাড় দেননি কাজল। কারণ, তিনি তখন প্রতিষ্ঠিত অভিনেত্রী, রানী সবে নেমেছেন বলিউডে।
‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখার্জিও রানীর আত্মীয়। রানী মুখার্জির জন্মের পর থেকেই সবাই বলত, ‘ও তো অভিনেত্রী হবে, জানা কথা।’ তাই সবাইকে মিথ্যা প্রমাণ করার জন্য অভিনয় করবেন না বলে পণ করেছিলেন রানী। তা কি আর হয়?
১৯৯৬ সালে বাংলা ‘বিয়ের ফুল’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় খাতা খোলেন রানী। এখানে তিনি প্রসেনজিতের সঙ্গে জুটিবদ্ধ হন। বলিউডের অভিষেক ছবি ‘রাজা কি আয়েগি বারাত’–এ তাঁর অভিনয় প্রশংসিত হয়। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন আমজাদ খানের ছেলে শাদাব খান।
বলিউডের দ্বিতীয় ছবি ‘গোলাম’ দিয়েই বাজিমাত। সেখানে আমির খানের সঙ্গে বড় পর্দায় ‘আদি কা খান্ডালা’ গান দিয়েই তুমুল আলোচনায় আসেন রানী। এবার সিনেমা করেন শাহরুখ খানের সঙ্গে ‘কুছ কুছ হোতা হ্যায়’। আর পেছনে ফিরে তাকাতে হয়নি রানীকে। বাকিটা বলিউডের দুনিয়ায় একের পর এক হিট সিনেমা করে রানীর মুকুট জয়ের গল্প। ‘কাভি খুশি কাভি গাম’, ‘চালতে চালতে’, ‘কাল হো না হো’, ‘হাম তুম’, ‘ব্ল্যাক’, ‘বান্টি অর বাবলি’, ‘মঙ্গল পান্ডে’, ‘নো ওয়ান কিলড জেসিকা’…রানীর ক্যারিয়ারে এগুলো কেবল সিনেমা নয়, একের পর এক সফলতার স্তম্ভ। রানীদের বাড়ির শোকেসে আছে সাতটি ফিল্মফেয়ার পুরস্কার।
রানীর সঙ্গে জুড়ে আছে আমির খান, অভিষেক বচ্চনদের নাম। তবে সেসব পেছনে ফেলে ২০১৪ সালের এপ্রিলে বলিউডের বিখ্যাত প্রযোজক যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী। যখন ‘মারদানি’ সিনেমার প্রচারণা চলছে, সেই সময়ই জানা যায়, রানী অন্তঃসত্ত্বা। পরের বছর, ২০১৫ সালে জন্ম নেয় তাঁর মেয়ে আদিরা চোপড়া। আদিরার জন্মের আগ থেকেই বড় পর্দা থেকে বিরতি নেন রানী। চার বছর পর আবার ফেরেন চিরচেনা সেটে, অ্যাকশন আর কাটের মধ্যে। দারুণ প্রশংসিত হয় ‘হিচকি’।
পরের বছরই দেখা দেন ‘মারদানি টু’ দিয়ে। দুটি ছবিতেই ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান। ‘মারদানি’-তে ছিল নারী পাচারকারী চক্রের বিরুদ্ধে শিবানীর লড়াই এবং ‘মারদানি টু’-তে তার লড়াই একজন সিরিয়াল ধর্ষকের বিরুদ্ধে।
২০২১ সালের জন্মদিনে নতুন ছবির ঘোষণা দিয়েছিলেন রানী। জানিয়েছেন, জন্মদিনে নতুন ছবির চেয়ে ভালো উপহার আর কিছুই হতে পারে না। এ ছবির স্ক্রিপ্ট পড়েই ‘হ্যাঁ’ বলে দিয়েছিলেন রানী। যত দ্রুত সম্ভব শুটিং শুরু করতে চান। ছবির নাম, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। ছবিটি পরিচালনা করছেন বলিউডের নারী পরিচালক অসিমা ছিব্বর। ২০২৩ সালের মার্চে সেই ছবি মুক্তি পেয়েছে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দেবিকার চরিত্রে দেখা গেল তুখোড় এই বলিউড অভিনেত্রীকে। বাণিজ্যিকভাবে সুপারহিট না হলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি, বিশেষ করে রানীর অভিনয়। এ ছবির মুক্তির সময় প্রথম আলোকে পাঠানো এক বিবৃতিতে রানী বলেছেন, ‘আমি সেই ধরনের কাহিনির অংশ হতে চাই, যেখানে নারীর নেতৃত্বে সমাজে বদল আসবে। যেখানে সামাজিক প্রথাকে আরও ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক নারীই যথেষ্ট। এ ধরনের চরিত্র আমাকে সব সময় আকর্ষণ করে। কারণ, পর্দায় সব সময় আমি নারীকে সাহসী আর স্বাধীনচেতা হিসেবে তুলে ধরতে চেয়েছি।’