28 C
Dhaka
রবিবার, অক্টোবর ১৩, ২০২৪

জসীমউদ্দীনের কবিতায় মুক্তিযুদ্ধ

বিভাজন-পরবর্তী পূর্ব পাকিস্তানের জনগণকে যে মূল্য দিতে হয়েছে বিশ্বের খুব কম জাতিগোষ্ঠীই সেই মূল্য দিয়েছে। একাত্তরে এদেশের সর্বস্তরের মানুষের ওপর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের যে ভয়, বীভৎসতা ও নারকীয়তা নেমে এসেছে তা বর্ণনাতীত।

মুক্তিযুদ্ধের চেতনা ভাষা আন্দোলনের চেতনারই সম্প্রসারণ। ভাষা আন্দোলনের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে মৌলিক পার্থক্য বা ব্যবধান হলো স্বতন্ত্র রাষ্ট্র গঠনে বিশ্বাস। এ কারণে দেশভাগের পর পূর্ব-পাকিস্তানের জনগণকে যে মূল্য দিতে হয়েছে তা বিশ্বের খুব কম জাতিগোষ্ঠীর জন্য প্রযোজ্য। একাত্তরে এদেশের সর্বস্তরের মানুষের ওপর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের যে ভয়, বীভৎসতা ও নারকীয়তা নেমে এসেছে তা বর্ণনাতীত।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের পর জীবনের বিবর্ণ ও প্রতিকূল বাস্তবতাকে বিভিন্ন কবি-সাহিত্যিক নানা ও বহু-রৈখিক উপায়ে রূপ দিয়েছেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও এই প্রচেষ্টা চলছে। কালের ব্যবধানে সমগ্র বাঙালি জীবনের অবিস্মরণীয় আত্মত্যাগ ও অর্জনকে নির্মাণ ও বিনির্মাণ করা সহজ নয়, জীবন-মৃত্যুর প্রশ্নে সহজ। মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে শত্রুর বর্বরতা ও নতুন রাষ্ট্রের আকাঙ্ক্ষার বিশ্বাস ও চেতনার প্রত্যক্ষ শিল্পরূপ তৈরি করা কঠিন। আর শিল্পকলার সবচেয়ে কঠিন কাজে সাহসী ভূমিকা পালনকারী কবিদের মধ্যে জসীমউদ্দীনই সবচেয়ে প্রবীণ।

একাত্তরের ভয়াবহ দিনগুলোতে জসীমউদ্দীন স্বদেশে থেকে যুদ্ধবিধ্বস্ত রক্তে স্নান দেশের জন্য কবিতা লেখেন। কবিতা তার কাছে অস্ত্র ছিল। তখন তার কবিতার প্রতিটি শব্দ শত্রুর বিরুদ্ধে ছোড়া বুলেটের মতো। তারপর তার কবিতার প্রতিটি লাইন বাংলাদেশের পক্ষে বিশ্ব-জনমত সৃষ্টির এক কঠিন ও কঠিন প্রক্রিয়ার মতো। জসীমউদ্দীন মূলত জাতীয় ঐক্য প্রতিষ্ঠার স্বপ্ন বুনেছেন, যুদ্ধরত জাতির প্রতি বিশ্ব বিবেকের সহানুভূতি এবং স্বদেশের সমৃদ্ধ চেতনা তাঁর মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতায় তুলে ধরেছেন। তুজম্বর আলী ছদ্মনামে ভারত, রাশিয়া ও আমেরিকায় কবিতা পাঠান। আমেরিকা ও রাশিয়ায় বহু কবিতা অনুবাদ ও প্রকাশিত হয়েছে। একারণে মুক্তিযুদ্ধে জসীমউদ্দীনের কবিতা শুধু শিল্প মাধ্যমই নয়, কাব্যচর্চার চেয়েও বড় কিছু। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত জসীমউদ্দীনের সেসব কবিতার মূল্য ঐতিহাসিক।

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ জসীমউদ্দীনের প্রথম কবিতা ‘বঙ্গবন্ধু’। 16 মার্চ 1971 তারিখে লেখা। প্রকৃতপক্ষে ৭ই মার্চের পর বঙ্গবন্ধু ও বাংলাদেশ একত্রিত হওয়ার ঘটনা, বাঙালির হাজার বছরের আর্থ-সামাজিক-রাজনৈতিক মুক্তির দূত হিসেবে অধিষ্ঠিত শেখ মুজিবুর রহমান, যিনি বাঙালির মুকুটহীন মহারাজা, কবিকে করেছেন আশাবাদী ও উজ্জ্বল। এই চেতনার কবির কাব্যিক স্ফুলিঙ্গ হল ‘বঙ্গবন্ধু’; যা একতা, প্রতিশ্রুতি ও মহিমায় উন্নীত ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

তারাও কি হিমায়িত হতে পারে

0
শিল্পীর চোখে কৃষ্ণগহ্বররয়টার্স নতুন এক গবেষণায় জানা যাচ্ছে, কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল আসলে হিমায়িত তারা হতে পারে। এ–সংক্রান্ত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ব্ল্যাকহোল তেজস্ক্রিয়া বিষয়ে একটি প্যারাডক্সের...

গৌরীপুরের সিধলং বিলে লাল শাপলার রাজত্ব

0
ময়মনসিংহের গৌরীপুরের সিধলং বিল ‘শাপলার রাজ্য’ নামে পরিচিত। গৌরীপুরের সিধলা ইউনিয়নের বিলটিকে ‘সিধলা বিল’ নামেও চেনে লোকে। বর্ষায় এই বিল সেজে ওঠে লাল–সাদা শাপলায়।...

“দ্বিধার প্রতিধ্বনি”

0
নিশ্বাসেরও কোনো ভরসা নেই, মুহূর্তে থেমে যাবে বোধহয়। চঞ্চলতার মাঝে লুকিয়ে থাকে, জীবন যেন মিছেই খেলায় রত। বিশ্বাসেরও বিশ্বাস নেই, মানুষের মনে দ্বিধা খেলে। কেউ পাশে থাকে, আবার কেউ মুছে যায়...

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক হোক

0
ফাইল ছবি সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে জানানো...

ট্রেন্ড পূজার আয়োজনে হৈমর শাড়ি

0
দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে ফ্যাশন ব্র্যান্ডগুলো নিয়ে এসেছে বর্ণিল ও আকর্ষণীয় উৎসবের পোশাক। দেশীয় অনলাইনভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড হৈমর পূজার কালেকশনে এ...