17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

জাতিসংঘের মাধ্যমে তদন্ত ও বিচার দাবি শিক্ষকদের

‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালিত চাঁদপুরে ছাত্রলীগের হামলায় আহত ২০

কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহতদের স্মরণে বৃহস্পতিবার ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে বিভিন্ন স্থানে মানববন্ধন, মৌন মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষকরাও। এ সময় তারা শিক্ষার্থীদের গ্রেফতার ও হতাহতের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন। একইসঙ্গে আজ বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘দ্রোহযাত্রা কর্মসূচি’ ঘোষণা করেছেন শিক্ষকরা। অন্যদিকে শিক্ষার্থীদের দাবির কাঙ্ক্ষিত সমাধান হয়েছে উল্লেখ করে তাদের আন্দোলনের পথ পরিহার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল।

এদিকে কর্মসূচি পালনের সময় এবং এর আগে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট, বরিশালে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে শিক্ষকরা তাদের অনেককে ছাড়িয়ে নিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। চাঁদপুরে শিক্ষার্থীদের কর্মসূচিতে দফায় দফায় হামলা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা বিশ্ববিদ্যালয় : দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়নবিরোধী শিক্ষকদের ব্যানারে সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সমাবেশে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও পপুলেশনস সায়েন্স বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিরউদ্দিন আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়াসিমা ও বায়েজিদ ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশরেফা অদিতি হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) শিক্ষক ইমরুল আজাদ, নর্থ সাউথের শিক্ষক রিয়াসাত খান প্রমুখ। শিক্ষকরা সমাবেশ থেকে কয়েকটি দাবি জানিয়েছেন। তারা বলেছেন, হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং আটক শিক্ষার্থীসহ অন্যদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। কারফিউ তুলে নিতে হবে। ব্লক রেইডের নামে গ্রেফতার বন্ধ করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। সমাবেশ থেকে শিক্ষকরা আজ বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘দ্রোহযাত্রা কর্মসূচি’ ঘোষণা করেছেন। তারা দ্রোহযাত্রা নিয়ে প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে যাবেন। এতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানান তারা। পরে শিক্ষকরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এরপর দুপুর পৌনে ১টার দিকে তারা রাজু ভাস্কর্য থেকে মৌন মিছিল নিয়ে শহিদ মিনারে যান। সেখানে তারা শ্রদ্ধা নিবেদন ও ১ মিনিট নীরবতা পালন করেন।

আন্দোলন পরিহারের আহ্বান আওয়ামীপন্থি শিক্ষকদের : শিক্ষার্থীদের দাবির কাঙ্ক্ষিত সমাধান হয়েছে উল্লেখ করে তাদের আন্দোলনের পথ পরিহারের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নীল দলের আহ্বায়ক আমজাদ আলী। সংবাদ সম্মেলনে নীল দলের নেতা নিজামুল হক ভূঁইয়া, নিসার হোসেন, আবদুস ছামাদ, আ জ ম শফিউল আলম ভূঁইয়া, চন্দ্রনাথ পোদ্দার, আবদুল বাছির, আবদুর রহিম, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আবুল মনসুর আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কুবি : মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ে আসার পথে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের ৬ জন শিক্ষক এতে অংশ নেন।

খুলনা : দুপুরে বৃষ্টি উপেক্ষা করে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে শিক্ষকরা মানববন্ধন করেন। এর আগে শিক্ষকরা মাথায় লাল কাপড় বেঁধে মৌন মিছিল সহকারে পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করেন।

ভাটারা : বৃষ্টি উপেক্ষা করে বিকাল সাড়ে ৪টার দিকে মানববন্ধন করেছেন আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এআইইউবি) শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়সংলগ্ন ৩০০ ফিট রোডে এ মানববন্ধন করেন তারা।

শেকৃবি : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ বেলা ১১টায় কৃষি অনুষদের সামনে প্রতিবাদলিপি পাঠ শেষে মৌন মিছিল করেন। পরে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মামলা ও হয়রানির শিকার শিক্ষার্থীদের সহযোগিতা করার আহ্বান জানান।

সিলেট ব্যুরো ও শাবি : আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জড়ো হতে দেয়নি পুলিশ। বিশ্ববিদ্যালয়মুখী সব রাস্তায় মোড়ে মোড়ে তল্লাশি করে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশের নানা বাধা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের অদূরে সুরমা গেট এলাকায় জমায়েত হন হাজারো শিক্ষার্থী। সেখানেই বিকাল সাড়ে ৫টা পর্র্যন্ত শার্ন্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা স্লোগান, আর প্রতিবাদী গানে মুখর করে রাখেন। একপর্যায়ে সিলেট সুনামগঞ্জ সড়কে বসে পড়লে তাদের তুলে দিতে শুরু হয় পুলিশি তৎপরতা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল পুলিশের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে দিতে রাজি হয়। পরে তারা সারা দেশে শিক্ষার্থীদের গ্রেফতার বন্ধ, হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করে। এদিকে দুপুর থেকে সন্ধ্যা পর্র্যন্ত তিনজনকে আটক করে পুলিশ। এদের মধ্যে একজন এইচএসসি পরীক্ষার্থীও রয়েছে বলে জানা যায়।

এদিকে সিলেটে গভীর রাতে মেসে তল্লাশি চালিয়ে চাকরিপ্রার্থীসহ শাবির তিন শিক্ষার্থীকে তুলে থানায় নিয়ে আসে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে থানা থেকে তাদের ছাড়িয়ে এনেছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক। বেলা আড়াইটার দিকে থানা থেকে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনা হয়।

বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমন্বয়ক সুজয় শুভসহ ১২ জনকে ৫ ঘণ্টা আটকে রাখার পর আবার ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ববি ক্যাম্পাসের ফটক থেকে তাদের আটক করা হয়। এরপর ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মহড়া দেয়। অন্যরা হলেন-ভূমিকা সরকার, অনিকা সরকার, সুজন আহমেদ, সিবাত আহমেদ, রাকিব আহমেদ, আরমান জাওয়াদ আবীর, মো. ইয়ামিন, মাহফুজুর রহমান, মো. ইমন, মাহমুদুল হাসান ও মাহমুদুল হাসান।

চাঁদপুর : বেলা ৩টার দিকে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ষোলঘর এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন। সেখানে তাদের একাধিকবার ধাওয়া করে ছাত্রলীগ নেতাকর্মীরা। তাদের নেতৃত্ব দেন স্থানীয় কাউন্সিলর কবির চৌধুরী। ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেখানেও তাদের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জুড়ী (মৌলভীবাজার) : জুড়ীতে কোটা আন্দোলনকর্মী ও ফেসবুক অ্যাকটিভিস্ট ওসমান গণিকে (২২) আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বেলা ৩টায় শহরের ভবানীগঞ্জ বাজারের নিউ মার্কেটে অবস্থিত পত্রিকা এজেন্সি সংবাদ বিতান থেকে তাকে আটক করা হয়। এ তথ্য দেন তার বাবা জুড়ীর সংবাদপত্র এজেন্ট এসএম আবুল কালাম আজাদ।

জাবি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে আট শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক তাদের ছাড়িয়ে এনেছেন। বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইসলামনগর, গেরুয়া, আমবাগান এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। সন্ধ্যা ৭টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের ছাড়িয়ে আনেন শিক্ষকরা।

চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জবি : ‘মার্চ ফর জাস্টিস’ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল সোবহানকে বিনা অপরাধে থানা হেফাজতে আটকের একুশ ঘণ্টা পর ছেড়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার সময় তিনি মুক্ত হন। সোবহানের বড় ভাই আবদুল রাজ্জাক বলেন, মুচলেকা দিয়ে ভাইকে মুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক সাপোর্ট দিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

0
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে হাজার খানেক শিক্ষার্থী তিতুমীর কলেজ...

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন ডিজি কাউসার নাসরীন

0
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) কাউসার নাসরীন। সোমবার (১৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র...

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

0
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ৩০ নভেম্বর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না। সম্প্রতি এ সংক্রান্ত একটি...

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার

0
ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর...

‘শেখ হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, তবে বাস্তবতা ভিন্ন’

0
ভারতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্যগুলো বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে...