নিজস্ব প্রতিবেদন:
টেক্সাস ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীদের সরাতে বুধবার অভিযানে নামেন পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা। লাঠি হাতে ঘোড়ায় চড়ে পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। টেক্সাসের গভর্নর বলেছেন, এই বিক্ষোভকারীদের ‘কারাগারে থাকা উচিত’।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের পিছু হটানোর চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। তাঁরা মাইকে বিক্ষোভকারীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যেতে নির্দেশ দেন। এর ব্যতিক্রম হলে গ্রেপ্তারের হুঁশিয়ারিও দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ ৭–এর একজন আলোকচিত্রীকে তাঁর ক্যামেরাসহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে ঘিরে রেখেছিল দাঙ্গা পুলিশ। পরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই আলোকচিত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।