নিজস্ব প্রতিবেদক : গবেষণায় দেখা গেছে, গর্ভবতী নারী ডেঙ্গুতে আক্রান্ত হলে তাঁদের প্রসব জটিলতা দেখা দেয় অন্য নারীদের চেয়ে বেশি। ডেঙ্গুতে আক্রান্ত ১৬ শতাংশ নারী মৃত সন্তানের জন্ম দেন।
ডেঙ্গুতে আক্রান্ত গর্ভবতী নারীর স্বাস্থ্যসমস্যা, প্রসব জটিলতা ও নবজাতকের স্বাস্থ্য নিয়ে গবেষণাটি যৌথভাবে করেছে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গবেষক ও নারী স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ডেঙ্গুতে আক্রান্ত গর্ভবতী নারীর স্বাস্থ্য নিয়ে দেশে এ ধরনের গবেষণা এটাই প্রথম। গবেষণায় অর্থিক সহায়তা দিয়েছে ইউএনএফপিএ।
গত বছর রেকর্ডসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ও মারা যাওয়ার পর দেশের মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে একধরনের ভীতি তৈরি হয়েছে। মে মাস শুরু হয়েছে, ধারণা করা হচ্ছে যে বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়বে। এমন পরিপ্রেক্ষিতে এই গবেষণার ফলাফল নীতিনির্ধারকদের কাজে লাগবে বলে অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তি মন্তব্য করেন।