আবারও মা–বাবা হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। লন্ডনে তাঁদের ছেলে অকায়ের জন্ম হয়েছে। আপাতত ক্রিকেট থেকে ছুটি নিয়ে ‘ড্যাডি ডিউটি’তে আছেন বিরাট। লন্ডনে মেয়ে ভামিকা আর সদ্যজাত অকায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন তারকা দম্পতি। পাশাপাশি বাবার দায়িত্বও ঠিকমতোই পালন করছেন বিরাট।
সম্প্রতি লন্ডনের এক রেস্তোঁরায় বাবা-মেয়ের মধ্যাহ্নভোজনের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বড় সন্তান ভামিকার বয়স এখন তিন বছর। অন্যদিকে তার ভাইয়ের বয়স তো কয়েক দিনমাত্র। দুজনের ছবি দেখে মনে হচ্ছে, নতুন মা আর সদ্যজাত শিশুকে একটু বিশ্রাম দিচ্ছেন বাবা-মেয়ে। ছবিতে তাঁদের রেস্তোঁরায় বসে খেতে দেখা গেছে। ভামিকা আর বিরাটের পরনে ছিল সাদাকালো পোশাক।
বাবা-মেয়ের সুন্দর এই ছবি পোস্ট করে একজন লিখেছেন, ‘লন্ডনে ভামিকার সঙ্গে বিরাটকে দেখা গেছে’। যদিও ছবিটি পেছন থেকে তোলা হয়েছে। বাবা-মেয়ের সুন্দর সময় কাটানোর মুহূর্ত দেখে বিরাটের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
কেউ বলছেন, ‘একদিকে বাবা-মেয়ের জুটি যখন সময় কাটাচ্ছেন, অন্যদিকে মা-ছেলেও আছেন একে অন্যের সঙ্গে’। কেউ কেউ বলছেন, ‘ভামিকার বিনুনি দেখে ওকে বড় মেয়ের মতো মনে হচ্ছে। এ যেন জুনিয়র আনুশকা’। আবার অনেকে বলছেন, ‘বিরাটকে মনে হচ্ছে খুবই দায়িত্বশীল বাবা ও স্বামী, যা সত্যিই দুর্দান্ত’। কেউ বলছেন, ‘ওহ, কিউটি পাইয়ের সঙ্গে বাবার দায়িত্ব পালন করছেন বিরাট’।
দ্বিতীয় সন্তান জন্মের ৫ দিন পর ২০ ফেব্রুয়ারি সুখবর দেন আনুশকা–বিরাট দম্পতি। যৌথ বিবৃতিতে তাঁরা জানান, ‘আমাদের হৃদয় এখন প্রচুর সুখ আর ভালোবাসায় পূর্ণ। সবাইকে জানাতে চাই, ১৫ ফেব্রুয়ারি আমাদের ছেলে অকায় এবং ভামিকার ছোট ভাইকে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি।’
২০১৭ সালে ইতালিতে গাঁটছড়া বাঁধেন বিরাট-আনুশকা। এরপর ২০২১ সালে জন্ম হয় ভামিকার। আর এখন অকায়কে স্বাগত জানালেন এই দম্পতি। যদিও বিয়ের পর অভিনয়ে খানিকটা অনিয়মিত হয়ে পড়েন আনুশকা। সামনে স্পোর্টস বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এ দেখা যাবে অভিনেত্রীকে। চলচ্চিত্রটি সাবেক ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনী অবলম্বনে তৈরি। সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে। অবশ্য এখনো মুক্তির দিন ঘোষণা করেনি চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।