নিজস্ব প্রতিবেদক : এভারেস্ট একাডেমির আয়োজনে এবং বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সহযোগিতায় দেশে ৫ম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘সেনোরা লং-ঢাকা উইমেনস ম্যারাথন। শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ৫ টায় রাজধানীর হাতিরঝিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ই মে) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক সংগঠন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ইভেন্টে দু’টি ভাগ থাকছে ২.৭ কিলোমিটারের ফান রান এবং ১০ কিলোমিটারের অপেশাদার দৌড় প্রতিযোগিতা। হাতিরঝিলের এফডিসি মোড় থেকে ১০ কি.মি. দৌড় শুরু হবে সকাল ৫.৩০টায় এবং ২.৭ কি.মি. ফান রান শুরু হবে সকাল পৌনে ৬ টায়। উভয় প্রতিযোগিতাই শেষ হবে হাতিরঝিলের পুলিশ প্লাজা কনকর্ড পয়েন্টে। ম্যারাথনে ৫টি ওয়াটার পয়েন্টের মাধ্যমে দৌড়বিদদের জন্য পানি সরবরাহ করা হবে। এছাড়াও সঙ্গে ২টি অ্যাম্বুলেন্স, ২টি প্যারামেডিক ও মেডিকেল টিম, গ্রায় দু’শতাধিক স্বেচ্ছাসেবক ম্যারাথনে সহযোগিতা করবে। পুরো রুটে ম্যারাথন চলাকালীন সময়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এরই মধ্যে ঢাকা উইমেনস ম্যারাথনের প্রস্তুতি হিসেবে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, করপোরেট প্রতিষ্ঠান-ক্লাবে প্রচারণা ও নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রায় সহস্রাধিক নারী প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।