ঢাকা উত্তর সিটি অর্গানাইজেশনের (ডিএনসিসি) অধীনে ১৬৭ জন দরিদ্র মানুষকে বিভিন্ন রেঞ্জে সরকারি আশ্রয়কেন্দ্রে পুনর্বাসনের জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার ও বুধবার গুলশান, বনানী, তেজগাঁও, মডার্ন বাজার ও মিরপুর জোনে ভিক্ষুকমুক্ত করতে এ অভিযান চালানো হয়।
ঢাকা উত্তর সিটির উন্মুক্ত সম্পর্ক বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়। ঢাকা উত্তর সিটি টেরিটোরিয়াল অফিসিয়াল অফিসার ও অফিসিয়াল অফিসার জুলকার নয়ন, অফিসিয়াল জজ মাহবুব হাসান ও মাহমুদুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় সামাজিক প্রশাসন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার সন্ধ্যায় গুলশান, বনানী, তেজগাঁও, আধুনিক বাজার ও মিরপুর অঞ্চলে ৯৭জন ভিক্ষুকে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগে, নর্থ সিটি অর্গানাইজেশন মঙ্গলবারের ড্রাইভে পুনরুদ্ধারের জন্য কভারে ৭০টি বাম পাঠিয়েছিল।
এ প্রসঙ্গে টেরিটোরিয়াল অফিসিয়াল অফিসার ও অফিসিয়াল জজ জুলকার নয়ন বলেন, “ঢাকায় ভিক্ষুকমুক্ত অঞ্চল ঘোষণা করা সত্ত্বেও, দেরিতে সেই পরিসরে দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের বিরক্ত করতে দেখা যায়। গুলশান, বারিধারা অঞ্চল। আমরা প্রচারণা শুরু করেছি, চলবে।’