বৃষ্টিফাইল ছবি
ঢাকার আকাশ আজ শুক্রবার সকাল থেকেই মেঘলা। শ্রাবণের মাঝামাঝিতে এসে গতকাল বৃহস্পতিবার থেকেই ঝরছে বৃষ্টি। সেই ধারা আছে এখনো। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন জায়গায় আজ থেমে থেমে বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে। সেখানে বৃষ্টি হয়েছে ২৭৬ মিলিমিটার। এরপরে এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। সেখানে ২১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।