নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্বে অবহেলার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ। তারা হলেন প্রিসাইডিং অফিসার আকাশ দাশ ও সহকারী প্রিসাইডিং অফিসার জাকির হোসেন। গতকাল (২২ মে) দুপুরে তাদের আটক করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক জানান, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে সহকারী রিটার্নিং কর্মকর্তা সুপ্রভাত চাকমা বাদী হয়ে ২২ মে থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন প্রিসাইডিং অফিসার আকাশ দাস, সহকারী প্রিসাইডিং অফিসার জাকির হোসেন, পোলিং অফিসার জাকির আহমদ ও আসমা বেগম।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চানন্দপুর কেন্দ্রে বহিরাগতদের জাল ভোট দিতে সহযোগিতা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়েছে।