নিজস্ব প্রতিবেদকঃ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, যুদ্ধ-সংঘাত, মহামারিসহ সব বাধা ডিঙিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে অর্থনীতিবিদদের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।
শুক্রবার (১৭ মে) রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
যুদ্ধ, মহামারি ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উত্থান-পতন, চড়াই-উৎরাই থাকবেই। কেউ হতাশ হবেন না, আমি অনেক বাধা অতিক্রম করে এসেছি। গুলি, বোমা সব কিছু হজম করেছি। আমার লক্ষ্য এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। যত বাধাই আসুক, সে বাধা, বাধা নয়। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। জাতির পিতা বলেছেন, কেউ দাবায়ে রাখতে পারবা না। আসলেই কেউ দাবায়ে রাখতে পারেনি, পারবেও না।