ভারত আমার সোনার দেশ
এমন দেশ কোথাই খুঁজে পাবে নাকো
বিশ্বসেরা ভারত আমার
এখানেই জন্ম ,এখানেই মৃত্যু আমার।
আজকে আমি দেশদ্রোহী
পঞ্চবার দিনে এ ভুমি চুম্বনের ও’পরে।
এ মাটি করি পুজো আমি
তা ও আমাকে শুনতে হয় দেশদ্রোহী তুমি..
ধর্মের আধারে নয়গো এ ভারত আমার
এ যে সব ধর্মের ও’পরে।
ধর্ম তোমাকে নাইকো শেখায়
অন্য ধর্ম করতে ঘৃণা
করছে তোমার ব্রেনওয়াশ
অন্ধ ভক্তরা ধর্মের নামে।
উপায় নেই ওদের কাছে
ধর্মের নাম বাদ দিলে
পড়বে ফাঁস ওদের গলায়
দেশবাসীর ও সামনে।
এ বার তুমি খুলে চোখটা
দেখো বিপদ এ আছে ভারতমাতা
করবো না আর ধর্মের লড়াই
এ বার আমাদের অধিকার চায়,
চলবে লড়াই এ বার
খাদ্য বাসস্থানের ও’পরে।