নিশ্বাসেরও কোনো ভরসা নেই,
মুহূর্তে থেমে যাবে বোধহয়।
চঞ্চলতার মাঝে লুকিয়ে থাকে,
জীবন যেন মিছেই খেলায় রত।
বিশ্বাসেরও বিশ্বাস নেই,
মানুষের মনে দ্বিধা খেলে।
কেউ পাশে থাকে, আবার কেউ
মুছে যায় নিশীথের পথে পথে।
হৃদয়ের মাঝে নিভৃত দ্বন্দ্ব,
কেউ হাসে, কেউ কাঁদে নিঃশব্দ।
দীর্ঘ পথের ক্লান্তি ভুলিয়ে,
আলোর কাছে নিয়ে যায় দ্বিধা।
তবু এ জীবন থামে না কখনো,
নদীর স্রোত হয়ে বয়ে চলে।
মায়ার আড়ালে যত আশা লুকানো,
নতুন স্বপ্নের ডাকে প্রাণে জ্বলে।
নিঃশ্বাস চলে তারই ইচ্ছায়,
বিশ্বাসের মুখোশে লুকিয়ে দ্বিধা।
যার জীবন খোঁজে অর্থময়,
প্রভুর পথে সে তো আশ্রয় পায় চিরকাল।
আমীর হামজা 
