নারীর প্রতি বৈষম্য নিরসনে সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন চেয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। আজ মঙ্গলবার আন্তর্জাতিক সিডও দিবস পালন উপলক্ষে সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘নারীর প্রতি বৈষম্য নিরসনে চাই সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন’ শীর্ষক ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উই ক্যান অ্যালায়েন্সের জাতীয় সমন্বয়ক জিনাত আরা হক।