পবিত্র কোরআনে মহান আল্লাহ নারীদের নামে স্বতন্ত্র সুরা নাজিল করেছেন। পবিত্র কোরআনের চতুর্থ সুরার নাম সুরা নিসা। নিসা আরবি শব্দ। এর অর্থ স্ত্রী জাতি। এই সুরায় ২৪ রুকু, ১৭৬ আয়াত।
মহান আল্লাহ পবিত্র কোরআনে নারীদের বিভিন্ন গুণের কথা উল্লেখ করেছেন। নিচে পবিত্র কোরআনে বর্ণিত নারীর ৫টি গুণের কথা তুলে ধরা হলো।
চারিত্রিক পবিত্রতা
সব ধরনের অনৈতিকতা ও অমার্জিত আচার-আচরণ থেকে বেঁচে; নারী চারিত্রিক পবিত্রতা রক্ষা করবে। মহান আল্লাহ বলেন, ‘মুমিন নারীকে বলুন, তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে।’ (সুরা নুর, আয়াত: ৩১)
মার্জিত ভাষা
মহান আল্লাহ পবিত্র কোরআনে নারীদের মার্জিত ভাষা ব্যবহার করতে বলেছেন। যা অস্পষ্টতা, জড়তা ও পাপের ইঙ্গিতবহ হবে না। মহান আল্লাহ বলেন, ‘তোমরা ন্যায়সংগতভাবে কথা বলো।’ (সুরা আহজাব, আয়াত: ৩২)
দীন পালনে পুরুষের সহযোগী
দীন পালন এবং সমাজে দীন প্রচার ও প্রতিষ্ঠায় পুরুষের সহযোগী নারী। প্রত্যেক নারী ও পুরুষ নিজ নিজ জায়গা থেকে পরস্পরকে দীনের ব্যাপারে সহযোগিতা করবে।
মহান আল্লাহ বলেন, ‘মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু। তারা সৎকাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, তারা নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে। আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ (সুরা তওবা, আয়াত: ৭১)