১৩ মে জাতীয় নিরাপত্তা নিয়ে বক্তব্য দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক/ ছবি: এএফপি
নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের শেষদিকে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে নিজের দল কনজারভেটিভ পার্টি আবারও জয়ী হতে পারে বলে জোর দাবি করলেও, নির্বাচনের তারিখ ঠিক করার বিষয়ে এখনো কিছু বলেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বরং বিষয়টিকে বারবার এড়িয়েই যাচ্ছেন তিনি।
সোমবার (১৩ মে) সেন্ট্রাল লন্ডেনে জাতীয় নিরাপত্তা নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে আমরা টানা পঞ্চম মেয়াদে জয়লাভ করবো। হ্যাঁ, আমি মানছি যে সামনের দিনগুলো যুক্তরাজ্যের জন্য কঠিন হতে যাচ্ছে, তবে কনজারভেটিভ পার্টি ইতিবাচক রূপান্তর ঘটাবে।
‘আমি দেখতে পাচ্ছি, লেবার পার্টির কর্মকাণ্ড-ই তাদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে। লেবার পার্টি দেশজুড়ে উত্তেজনা ও বিশৃঙ্খলা ছড়াচ্ছে। কিন্তু আমার মনে হয় না, এতে তাদের উপকার হবে, কারণ আমরা বিবেকবান ও আশাবাদী জাতি।’