আজ ১ জুন, নেইল পলিশ দিবসছবি: সংগৃহীত
আপনি সুখ কিনতে পারবেন না, তবে নেইল পলিশ কিনতে পারবেন এবং ব্যাপারটা একই।
কে বলেছিল কথাটা? না, তা জানা যায় না। তবে উক্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়।
সন্দেহ নেই, বক্তব্যটা হালকা চালের। তবে একেবারে ফেলনাও কিন্তু নয়। অনেক নারীর কাছেই নখপলিশ সৌন্দর্যের এক অনন্য অনুষঙ্গ। তাঁদের মন যখন বিক্ষিপ্ত থাকে, যখন ‘মুড সুইং’ হয়, মানে মনের যখন ‘এই ভালো এই খারাপ’ অবস্থা, তখন মানসিক স্থিরতার জন্য নখপলিশ অব্যর্থ টোটকা হিসেবে কাজ করে।
একটু বেশি সাজসচেতন নারীদের কাছে তো নেইল পলিশের কদরই আলাদা। গায়ের পোশাক, হাতের ব্যাগ, পায়ের জুতা, অঙ্গের অলংকার—সবকিছুর সঙ্গে মিলিয়ে তাঁরা নখও সাজান যত্ন করে। আর এই সুন্দর নখ, তাতে বাহারি আলপনা নারীর সৌন্দর্যে যোগ করে অন্য মাত্রা।