পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম কিনে নিচ্ছে দেশের ব্যাংক এশিয়া পিএলসি। সম্প্রতি ব্যাংক আলফালাহর বাংলাদেশ অংশের কার্যক্রম বিক্রির অনুমোদন দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক।
এক বিজ্ঞপ্তিতে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের বিষয়টি জানানো হয়েছে। ব্যাংক আলফালাহ পাকিস্তানের অন্যতম বড় বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি। কার্যক্রম চালানোর সুবিধার্থে বাংলাদেশে তাদের পুরো সম্পদ এবং দায় বিক্রি করে দিচ্ছে ব্যাংকটি।
২০০৫ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা ব্যাংকটির ৭টি শাখা রয়েছে। গত বছর ব্যাংক আলফালাহ বাংলাদেশের কর–পরবর্তী মুনাফা ছিল ৪৩ কোটি টাকার বেশি।
এদিকে, তৃতীয়বারের মতো বিদেশি কোনো ব্যাংকের কার্যক্রম কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া। এর আগে কানাডার স্কোশিয়া ব্যাংক ও পাকিস্তানের মুসলিম কমার্শিয়ালের বাংলাদেশের কার্যক্রম কিনে নেয় ব্যাংকটি।