নিজস্ব প্রতিবেদক : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আটা ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখা দিয়েছে। এতে বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার (১৩ মে) সন্ধ্যায় এই অঞ্চলে আধাসামরিক বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ চারজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
নিহত চারজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পাকিস্তানের সম্মিলিত সামরিক হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, নিহতদের মধ্যে দুইজন গুলির আঘাতে মারা গেছেন। নিহতদের স্মরণে ১৩ মে দিনটিকে কালো দিবস হিসেবে ঘোষণা করার দাবি তুলেছে জম্মু-কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন থেকে জানা গেছে, মুদ্রাস্ফীতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, চড়া রাজস্ব ও বিদ্যুৎসংকটের প্রতিবাদে শুক্রবার (১০ মে) থেকে বিক্ষোভের ডাক দেয়ে জেএএসি। তাদের আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। বিক্ষোভ ক্রমেই বাড়েতে থাকে ও শনিবার বিক্ষোভকারীরা আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের দিকে অগ্রসর হতে থাকে।