প্রকাশিত হয়েছে হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের হেলো’র সহযোগী সংগঠন আইপিডিআই ফাউন্ডেশনের সাহিত্যবিষয়ক বার্ষিক প্রকাশনা ‘হার্দিক’। অধ্যাপক ডা. মহসীন আহমদ ও ডা. শিবলী শাহেদের সম্পাদনায় সম্প্রতি অমর একুশে বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, চিকিৎসা পেশাজীবীদের মানোন্নয়নের লক্ষ্যে আইপিডিআই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। শুরু থেকেই সংস্থাটি পেশাজীবীদের মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। যার ধারাবাহিকতায় এবারের আয়োজন। আইপিডিআই ফাউন্ডেশন ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখতে আগ্রহী।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য পরিচালক নাসির উদ্দীন ইউসুফ। ফাউন্ডেশনটির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির জেনারেল সেক্রেটারি আব্দুল্লাহ আল সাফি মজুমদার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাজির আহমেদ চৌধুরী, অধ্যাপক ডা. এইচ আই লুৎফর রহমান খান, অধ্যাপক মাহবুব আলী, হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের সভাপতি অ্যাড. আবু রেজা মো. কাইউম খান এবং রেনাটা লিমিটেডের মার্কেটিং ম্যানেজার আল ইসতিয়াক উর রহমান।