24 C
Dhaka
শনিবার, মার্চ ২২, ২০২৫

বরিশাল রেঞ্জ ডিআইজি কমিশন হচ্ছে, পুলিশের ওপর আর রাজনৈতিক প্রভাব থাকবে না

পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, পুলিশ বিব্রতকর অবস্থায় নেই এখন। এটি আমাদের সিস্টেম। ঝড়ের আগে প্রকৃতি নিশ্চুপ থাকে, দেখে মনে হয় কিছু হচ্ছে না। পরবর্তীতে প্রচণ্ড ঝড় বয়ে যায়। পুলিশের একই অবস্থা। অ্যাকশন লাইন আছে আমাদের। কাজ চলছে। আশা করি হতাশ হবেন না। আমাদের সকলে সহায়তা করুন। 

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপু‌রে নিজ কার্যালয়ে সাংবা‌দিক‌দের সঙ্গে মত‌বি‌নিময় সভায় তিনি এসব কথা বলেন।

মঞ্জুর মোর্শেদ আলম বলেন, অতীতের চ্যাপ্টার ক্লোজড। পরিবর্তিত পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে দেশটা গঠনে কাজ করব। আপনারা জেনেছেন স্বাধীন পুলিশ কমিশন হচ্ছে। এরপর পুলিশের ওপর আর রাজনৈতিক প্রভাব থাকবে না। খুব কাছাকাছি সময়ে সাংবাদিকদেরও কমিশন হচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। পুলিশ সব সময়ে সমস্যায় পড়েছে রাজনৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে। এই রকম সুযোগ আর নাই।

তিনি বলেন, বরিশালের নদী পথে, মাছঘাট, বাস টার্মিনালে সন্ত্রাসী-চাঁদাবাজিসহ অন্যায় কোনো ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সে যে দলের হোক আর যে মতের হোক। ছাড় দেওয়া হবে না। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আর ২০২৪ সালের বিপ্লবের মধ্য দিয়ে পাওয়া দেশে পুলিশ আর কোনো শক্তির কাছে মাথা নত করবে না।

মঞ্জুর মোর্শেদ আলম বলেন, ঝড়ের পূর্বে আমরা একটু থমকে আছি। চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বলেছিল, আসছে ফাগুনে দ্বিগুণ হবো। তাদের ভাষায় আমিও বলতে চাই, ঝড়ের পূর্বাভাসের মতো আমরা সময় নিচ্ছি। আসছে ফাগুনে আমরা হবো শতগুণ। আমাদেরকে একটু সময় দিন, আমরা বৈষম্যহীন দেশ বির্নিমাণে কোনো অনিয়ম, অন্যায়, অপরাধকারীকে বিন্দুমাত্র ছাড় দেব না।

তিনি বলেন, বিভাগে মোট ১৫৯৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। এর মধ্যে বরিশালে ৫৪৫টি, পটুয়াখালী জেলায় ৮৯টি, ভোলা জেলায় ১১২টি, বরগুনায় ১২৯টি, ঝালকাঠিতে ১৫৮টি। এসব পূজামণ্ডপের স‌র্বোচ্চ নিরাপত্তা নি‌য়ে আমরা কাজ কর‌ছি। আগামীকাল ৬ জেলার এস‌পি ও পূজা উদযাপন প‌রিষ‌দের নেতা‌দের নি‌য়ে বস‌বো। সেখা‌নে  আলোচনা করা হ‌বে কী কর‌লে ভা‌লো হ‌বে। শারদীয় দু‌র্গোৎস‌বে নি‌শ্ছিদ্র নিরাপত্তা থাক‌বে।

মঞ্জুর মো‌র্শেদ আলম আরও ব‌লেন, ৫ আগ‌স্টের আগে ও প‌রে রে‌ঞ্জের ১৮১ পু‌লিশ সদস‌্য কা‌জে যোগদান ক‌রে‌নি। তা‌দের পলাতক হি‌সে‌বে চি‌হ্নিত ক‌রে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে। ছাত্র আন্দোলনে ব‌রিশা‌লে কো‌নো থানা‌তেই হামলা বা লুটপ‌াট হয়‌নি। সে‌হেতু অস্ত্র উদ্ধা‌রের কোনো বিষয় নেই। ত‌বে কিছু লাইসেন্সকৃত অস্ত্র জমা প‌ড়েনি। সেসব উদ্ধা‌রে আমরা অভিযান চালা‌বো।

মত‌বি‌নিময় সভায় ব‌রিশাল প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক এসএম জা‌কির হো‌সেন, ব‌রিশাল টে‌লি‌ভিশন মি‌ডিয়া অ্যা‌সোসি‌য়েশ‌নের সভাপ‌তি হুমায়ন ক‌বিরসহ বিভিন্ন গণমাধ‌্যমের কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

0
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে হাজার খানেক শিক্ষার্থী তিতুমীর কলেজ...

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন ডিজি কাউসার নাসরীন

0
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) কাউসার নাসরীন। সোমবার (১৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র...

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

0
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ৩০ নভেম্বর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না। সম্প্রতি এ সংক্রান্ত একটি...

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার

0
ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর...

‘শেখ হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, তবে বাস্তবতা ভিন্ন’

0
ভারতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্যগুলো বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে...