স্বচ্ছতা আনতে ডিআরএসের কক্ষে ক্যামেরা লাগানোর কথা বলছেন মাইকেল ভন। রাঁচিতে জো রুটের এলবিডব্লু নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার পর এমন বলেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক।
কদিন থেকেই আবারও নতুন করে আলোচনায় এসেছে ক্রিকেটের ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। ভারতের সঙ্গে ইংল্যান্ডের সিরিজে একাধিকবার এ নিয়ে কথা হয়েছে। এরই মধ্যে পিএসএলে নিজেদের ভুলও স্বীকার করে নিয়েছে ডিআরএসের অন্যতম প্রযুক্তি হক-আইয়ের সরবরাহকারীরা।
সর্বশেষ গতকাল রুটের আউট নিয়ে আবার আলোচনায় এটি। দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লু হন প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান রুট। আম্পায়ার কুমার ধর্মসেনা আউট না দেওয়ার পর ভারত রিভিউ নেয়। তাতে বল ট্র্যাকিং দেখায়, সূক্ষ্ম ব্যবধানে সেটি লেগ স্টাম্পের ভেতরে পড়ার পর গিয়ে লাগত স্টাম্পে। ধর্মসেনার সিদ্ধান্ত বদলে যায় তাতেই। তবে রুট ও ইংল্যান্ড দলকে এ নিয়ে খুব একটা সন্তুষ্ট মনে হয়নি।
এ নিয়ে বিবিসিকে ভন প্রথমে বলেন, ‘আমি বলছি না কেউ প্রতারণা করছে। যে সিদ্ধান্তের সঙ্গে আমরা সবাই দ্বিমত পোষণ করছি, সেটি নেওয়ার পর আমি শুধু উত্তর দেওয়ার চেষ্টা করছি। হক-আইয়ের ওই ব্যক্তি যদি ক্যামেরার সামনে থাকেন, তবে সব ফিসফাস বন্ধ হয়ে যাবে।’

পরে ইংল্যান্ডের আরেক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে লেখা এক কলামের নিজের মতের বিস্তারিত তুলে ধরেছেন ভন। সাবেক এ অধিনায়ক ও এখনকার ধারাভাষ্যকার একজন ‘দর্শক’ হিসেবেও মনে করেন, ক্রিকেটপ্রযুক্তির ব্যাপারে একটু গোঁড়ামিই করছে। ভন লিখেছেন, ‘প্রথমত, আমি ক্রিকেটেপ্রযুক্তি পছন্দ করি। তার মানে এই না, সুযোগ থাকার পরও আমরা উন্নতির সুযোগ নেব না।’
রুটের গতকালের আউটের আগে এ সিরিজে জ্যাক ক্রলির বিপক্ষে যাওয়া দুটি সিদ্ধান্ত নিয়ে কথা বলেছে ইংল্যান্ড। বিশাখাপট্টনমে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন কুলদীপ যাদবের বলে ক্রলির এলবিডব্লুর সিদ্ধান্তকে ‘ভুল’ বলেছিলেন অধিনায়ক বেন স্টোকস। রাজকোটে পরের টেস্টে যশপ্রীত বুমরার বলে আবার অমন সিদ্ধান্ত বিপক্ষে যায় ক্রলির। ম্যাচ শেষে ম্যাচ রেফারি জেফ ক্রোর সঙ্গে কথাও বলতে দেখা যায় স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককালামকে।