অবকাশ কাটানোর জন্য মালদ্বীপের রিসোর্টগুলোর তুলনা নেইছবি: জে ডব্লিউ ম্যারিয়ট মালদ্বীপ রিসোর্ট
অবকাশ কাটানোর জন্য মালদ্বীপের রিসোর্টগুলোর তুলনা নেই। স্বচ্ছ নীল জল আর বিলাসী সমুদ্রযাপনের জন্য গড়ে তোলা দ্বীপ রিসোর্টগুলোও অতিথিদের সুন্দর সময় উপহার দিতে প্রস্তুত থাকে। এ জন্য নানা আয়োজনের পাশাপাশি কিছু রিসোর্ট মেনে চলে নিজস্ব সময়!
রিসোর্টগুলোর ভিন্নধর্মী এই সময় ব্যবস্থা ‘আইল্যান্ড টাইম’ বা ‘দ্বীপ সময়’ নামে পরিচিত। এতে রিসোর্ট কর্তৃপক্ষ নিজেদের ঘড়ির সময় মালদ্বীপের স্থানীয় সময়ের চেয়ে অন্তত এক ঘণ্টা এগিয়ে রাখে। কেন এমনটা করা হয়? জে ডব্লিউ ম্যারিয়ট মালদ্বীপ রিসোর্ট অ্যান্ড স্পার মহাব্যবস্থাপক মোহিত ডেম্বলা বলেন, ‘কাজটা মজা করে করা হয় এমন নয়, বরং দ্বীপবাসের সময় অতিথিদের দারুণ অভিজ্ঞতা দিতেই আমাদের এই প্রয়াস।’
সেন্ট রেজিস মালদ্বীপ ভোমুলি রিসোর্টের বিক্রয় ও বিপণন পরিচালক জিলাহ ভেগো বলেন, মালদ্বীপের বেশির ভাগ রিসোর্ট ব্যক্তিগত দ্বীপে অবস্থিত। দ্বীপের অবস্থানও মূল ভূখণ্ড থেকে বেশ দূরে। তাই ‘আইল্যান্ড টাইম’-এর ব্যবস্থা করলে ভ্রমণকারীরা দিনের আলো এক ঘণ্টা বেশি উপভোগ করতে পারেন।