ডমিনিকান রিপাবলিকের ৪৬ বছর বয়সী হেইডি ক্রুজ অংশ নিচ্ছেন মিস ইউনিভার্স ২০২৪–এছবি: হাইডি ক্রুজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগ্রিহিত।
নিজস্ব প্রতিবেদক: গত বছর মিস ইউনিভার্স কর্তৃপক্ষ প্রতিযোগিতার বয়সসীমা তুলে দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসে। এ বছর থেকে ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো নারী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতাকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করতে এবং নারীদের যেকোনো বয়স উদ্যাপন করতেই এই সিদ্ধান্ত।
এ ঘোষণার পর ত্রিশোর্ধ্ব অনেক নারীই বিশ্বের বিভিন্ন দেশ থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শামিল হচ্ছেন।৪৬ বছর বয়সী হেইডি ক্রুজ মূলত ফিটনেস হাইডি ক্রুজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানাযায়। এই নারীদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন ডমিনিকান রিপাবলিকের ৪৬ বছর বয়সী হেইডি ক্রুজ। তিনি মূলত ফিটনেস ইনস্ট্রাক্টর। ফিটনেস-সংক্রান্ত ভিডিওর জন্য ইনস্টাগ্রাম ও ইউটিউবে পরিচিত মুখ। দুই সন্তানের মা হেইডি ছোটবেলা থেকেই সুন্দরী প্রতিযো*গিতায় নাম লেখানোতে আগ্রহী ছিলেন। কিন্তু অল্প বয়সে মা হওয়ায় সেই স্বপ্ন পূরণের পথে আগে কখনো হাঁটা হয়নি। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের বয়সসীমা তুলে দেওয়ার পর তিনিও ছুটে চলেছেন স্বপ্ন পূরণের পথে।
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে হেইডি বলেন, ‘অন্যরা যা বলে তা কানে তুলি না।
আমার লক্ষ্যগুলোয় মনোনিবেশ করি এবং সেসব অর্জনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। মানুষ প্রায়ই তাঁদের নিজস্ব সীমাবদ্ধতা থেকে কথা বলে। কেউ কেউ হয়তো জানেন না যে মিস ইউনিভার্সের শর্তাবলি পরিবর্তিত হয়েছে। সমালোচনা কীভাবে গ্রহণ করতে হয়, তা আমি শিখেছি। আমি অন্যদের তাঁদের মতপ্রকাশ করতে দিই, কিন্তু শেষ পর্যন্ত আমিই সিদ্ধান্ত নিই যে আমাকে কী প্রভাবিত করবে বা না করবে।’