নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, ভারতের বিরোধী দলীয় জোটের নাম ‘ইন্ডিয়া’ আমারই দেওয়া। আমরা জোট গঠন করায় মোদী বাবু সংবিধান থেকে ইন্ডিয়া নামটাই তুলে দিলেন। আর আগামী দিনে তার দল ক্ষমতায় গেলে দেশের সংবিধানটাই থাকবে না।
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ভোটগ্রহণ সোমবার (২০ মে)। এরই মধ্যে এই দফার প্রচার শেষে হয়ে ষষ্ঠ দফার প্রচার শুরু হয়েছে। ২৫ মে ষষ্ঠ দফার ভোটগ্রহণ হবে। শনিবার (১৮ মে) পশ্চিমবঙ্গের আরামবাগ আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগের সমর্থনে কামারপুকুরের জনসভা থেকে এমন মন্তব্য করেন মমতা।
জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় কিন্তু কোনো জোট নেই। কংগ্রেস, সিপিএম, বিজেপির মহাজোট আছে। আর আমরা আছি ইন্ডিয়া জোটে। এই জোট ক্ষমতায় এলেই ইনকাম ট্যাক্স, সিবিআই ও ইডি’র মতো কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে যে অত্যাচার হচ্ছে, তা বন্ধ করা হবে।