ফেব্রুয়ারির শুরুতে মিয়ানমার বর্ডার গার্ডের তিনশো’র বেশি সদস্য পালিয়ে আসেন বাংলাদেশে (ফাইল ছবি)
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাতের জের ধরে গত তিন দিনে নতুন করে দেশটির নিরাপত্তা বাহিনীর ৮০জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এ তথ্য জানিয়েছে। এর মধ্যে সর্বশেষ মঙ্গলবার রাতে মিয়ানমারের সীমান্ত পুলিশ বিজিপি ও সেনা সদস্য মিলে মোট ৪৬ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, গত তিনদিনে মিয়ানমার জান্তা বাহিনীর প্রায় ৮০ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন।
“সর্বশেষ গতকাল রাতে ৪৬ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর আগে দিনের বেলায় আসেন আরো ১৮ জন,” বলেন মি. ইসলাম।
মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী এবং বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে গত কয়েক মাস ধরেই।
এর আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তিনশতাধিক বিজিপি সদস্য আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশে। একাধিক সীমান্ত চৌকি আরাকান আর্মির দখলে যাওয়ায় সেসময় তাদের পালাতে হয়েছিল।
পরে তাদের একটি বড় অংশকে ফেরত পাঠানো হলেও দেড়শো’র মতো মিয়ানমারের নাগরিক বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনীর আশ্রয়ে ছিলেন।
গত কয়েকদিনে নতুন অনুপ্রবেশের ফলে সে সংখ্যা এখন দাঁড়িয়েছে ২৬০ জনে।
এখন আবার কেন জান্তা বাহিনীর এত সদস্য পালিয়ে আসছেন বাংলাদেশে? এ থেকে রাখাইনের যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে কী ধারণা পাওয়া যায়?