শপথ শেষ করেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস।
আজ (বৃহস্পতিবার, ৮ আগস্ট) রাত ১০টার পরে বঙ্গভবন থেকে শপথ শেষে ঢাকা মেডিকেলে যান তিনি।
এ সময় তিনি ঘুরে ঘুরে রোগীদের খোঁজ নেন। কথা বলেন বেশ কয়েকজন আহত রোগীর সঙ্গে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চিকিৎসা সেবার বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অর্থনীতিবিদ ও নতুন উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদসহ অন্যান্যরা।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসকে রাত ৯টা ২০ মিনিটে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এর পরে ৯টা ২৮ মিনিটে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা।