26 C
Dhaka
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

শহীদদের আত্মা -মাসনুন আমিন খাঁন

কতো রক্তের বিনিময়ে পেয়েছিলাম স্বাধীনতা,
মনে পরে?
আজ শহীদদের আত্মা ঘুরঘুর করছে্ন,
তারা মুক্তি চান।
তারা জবাব চাচ্ছেন জাতির কাছে।
তারা বলছেন,
“এই দিন দেখার জন্য রক্ত দিয়েছিলাম?
এমন ভবিষ্যতের জন্য রক্ত দিয়েছিলাম?
এমন বাংলার স্বপ্নে আমরা রক্ত দিয়েছিলাম?
আমাদের রক্তের কোনো মূল্য নেই?
আমাদের ত্যাগের কোনো প্রাপ্তি নেই?”
রক্তচোষা নরখাদকরা কোনো জবাব দেয় না!
শহীদদের আত্মা ফিসফিস করে বলে যায়,
“এমন বাংলা তো চাইনি,
এমন স্বাধীন বাংলা চাইনি, যে বাংলায়-
মানুষ দ্বিমত করতে পারেনা,
মন খুলে কথা বলতে পারেনা,
নিজের হকের কথা বলতে পারেনা,
নিজের সন্তানকে বাঁচাতে পারেনা।
যে স্বাধীন বাংলায়-
কেউ কোটি টাকার অবৈধ গাড়িতে চরে,
আর কেউ সেই গাড়ির চাকায় পিষে মরে।
কেউ লাখ টাকার ছাগল কিনে,
আর কেউ এক টুকরো মাংস পায়না।
কারো মেয়ের বিশ্রামের জন্য কোটি টাকার ফ্ল্যাট,
আর কারো জন্য পাথরের শক্ত ফুটপাত।
কারো সন্তান দেশ-বিদেশের সম্মানিত প্রতিষ্ঠানে পড়ে,
আর কারো সন্তান কোটার জন্য পাবলিকে সিট না পেয়ে মরে।
এই স্বাধীন বাংলা আমরা চাইনি।
এখন পূর্বের শহীদদের পাশে এক নতুন আত্মার দল দাঁড়ায়।
৫২,৭১,৬৯ এর শহীদরা অবাক হয়ে তাদের দেখেন,
এখনো তাদের মাথায়, বুকে তাজা রক্ত,
কিন্তু তাদের মুখে উজ্জ্বল হাসি।
পূর্বের শহীদরা জিজ্ঞেস করে,
“তোমরা কারা?”
আবু সাইদ, মুগ্ধরা এগিয়ে আসে।
তারা একসঙ্গে চিৎকার করে বলেন,
“আমরা ২৪ এর শহীদ!”
পূর্বের শহীদরা প্রশ্ন করে,
“কে হত্যা করলো তোমাদের?”
২৪ এর শহীদরা কষ্ঠের সাথে বলেন,
“আমাদের ভাইয়েরা!, আমাদের বাঙালি ভাইয়েরা!
তারা আমাদের মাথায়, বুকে গুলি করেছে,
তারা আমাদেরকে পশুর মতো পিটিয়েছে,
তারা নিজেরা বাঙালি হয়ে,
বাংলার রাজপথ আমাদের রক্তের বন্যায় ভাসিয়েছে।
তারা ছোট্ট মাসুম বাচ্চাদেরও ছাড় দেয় নাই।
পূর্বের শহীদরা হতাশার সাথে বলেন,
“তাহলে কী আমাদের স্বাধীন বাংলাদেশ,
আবার পরাধীন হয়ে গেলো?”
২৪ এর শহীদরা হুংকার দিয়ে বলেন,
“না! না! না!
আমাদের ভাই-বোনেরা তা হতে দিবেনা!
তারা আমাদের রক্ত বৃথা যেতে দিবেনা!
তারা বাংলাকে আবার স্বাধীন করবে!
স্বৈরাচার আবার ধ্বংস হবে!
বাংলাদেশ আবার স্বাধীন হবে!”
সকল শহীদদের আত্মা আমাদের দিকে তাকিয়ে।
তারা অপেক্ষায় আছেন,
এক নতুন বাংলার।
যে বাংলায়-
কোনো বৈষম্য নেই,
কোনো অত্যাচার নেই,
কোনো দুর্নীতি নেই।
যে বাংলায়-
সবাই মন খুলে কথা বলবে,
সবাই পেট ভরে খাবে,
সবাই স্বপ্ন দেখবে,
সবাই নিজ ঘরে প্রশান্তির ঘুম দিবে,
সবাই শিক্ষিত হবে,
সবার অধিকার পূরণ হবে।
যে বাংলা-
স্বাধীন বাংলাদেশ হবে!
আমরা শহীদদের সম্মান রক্ষা করেছি।
আমরা বাংলাকে আবার স্বাধীন করেছি।
এখন সময় এসেছে,
নতুন বাংলাদেশ গড়ার!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

0
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে হাজার খানেক শিক্ষার্থী তিতুমীর কলেজ...

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন ডিজি কাউসার নাসরীন

0
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) কাউসার নাসরীন। সোমবার (১৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র...

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

0
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ৩০ নভেম্বর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না। সম্প্রতি এ সংক্রান্ত একটি...

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার

0
ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর...

‘শেখ হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, তবে বাস্তবতা ভিন্ন’

0
ভারতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্যগুলো বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে...