হাজী মোঃ রমজান আলী একজন মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেন, সে স্বাধীনতা যুদ্ধে জেলা দিনাজপুর মুক্তিবাহিনির সাথে যোগ দিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেন। বাংলার সকল মুক্তিয়োদ্ধাদের চাপের মুখে পাকিস্তানী সেনাবাহিনীর দল আত্বসমাপন করেন।
আমরা কখনই শহিদ মুক্তিযোদ্ধা ও জীবিত মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করতেপারবো না। হাজী মোঃ রমজান আলী জন্ম গ্রহন করেন ০৪ই জুলাই ১৯৫৩ সালে ভুতিগাঁও, সারাঙগাঁও পলাশবাড়ী, দিনাজপুর , জন্মগ্রহন করেন। হাজী মোঃ রমজান আলী গত ০৮ই ফেব্রঃ২০২৪ ইং তারিখে না ফেরার দেশে চলে গেলেন। তাহার মৃত্য সময় বয়স ৭১ বছর ৩মাস। “ইন্নালিললাহিওয়াইন্নইলাইহি রাজিউন” ।
উনি জন্ম গ্রহন করেন ০৪ ই জুলাই ১৯৫৩ সালে , মৃত্যবরন করেন ০৮ই ফেব্রয়ারি ২০২৪ সালে ইন্তেকাল বরন করেন। বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ রমজান আলীকে তাঁর গ্রামের বাড়ী ভুতিগাঁও এলাকার কবর ইস্থানে রাষ্টীয় সম্নানে দাফন করা হয়েছে,। শতশত মুক্তিযোদ্ধোদের আত্বদাণে বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমাদের মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশী এবং পৃথিবীর মানচিত্র একে দিয়েছেন স্বাধীন বাংলাদেশের মানচিত্র। হাজী মোঃ রমজান আলী মুক্তিযোদ্ধা সনদ নম্বর ০১২৭০০০৬০৪২। হাজী মোঃ রমজান আলীর পরিবারের সকলে দোয়া চেয়েছেন , সে যেনো জান্নাতবাসী হন। (আমিন)