গায়ে মাখার অলিভ অয়েল দিয়ে চুলের পরিচর্যা করা সম্ভব।
খাওয়ার জন্য ব্যবহার হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তবে দেহে মাখার জন্য যে জলপাইয়ের তেল ব্যবহার করা হয় সেটা ত্বক যেমন করে কোমল তেমনি চুলেও আনে উজ্জ্বলতা।
জলপাইয়ের তেল উপশমকারী উপাদান হিসেবে কোমল ও আর্দ্র করার পাশাপাশি চুলের ওপরে আর্দ্রতাকারী সুরক্ষা স্তর তৈরি করে।
রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক’য়ের ‘লুইস ও’কনর স্যালন’য়ের রং বিশেষজ্ঞ টিফানি রিচার্ডস বলেন, “জলপাইয়ের তেলে থাকা ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট চুল আর্দ্র ও মসৃণ করে। এটা আমার অনেক পছন্দের একটি তেল। চুল খুব শুষ্ক অনুভূত হলে এই তেল মাথার ত্বক ও চুলে আগা পর্যন্ত ব্যবহার করে থাকি।”
তবে চুল খুব পাতলা হলে এই তেল ব্যবহার না করাই ভালো। কারণ এটা ভারী হওয়াতে চুল কিছুটা চিপসে ও চিটচিটে দেখায় ।