চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, লো প্রেসারকে বলা হয় হাইপো টেনশন। চিকিৎসকের মতে, সাধারণ ব্লাড প্রেসার হওয়া উচিত ১২০/৮০। ব্লাড প্রেসার যদি ১১০/৬০-এর নিচে নেমে যায়, তা হলে লো ব্লাড প্রেসার বলে ধরে নিতে হবে। ব্লাড প্রেসার বেশিও যেমন খারাপ, তেমনি কমও খারাপ।
উপসর্গ
করণীয়