নিজস্ব প্রতিবেদক:
ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে এবারের নারী ফুটবল লিগ শুরু করেছিল সিরাজ স্মৃতি সংসদ। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি।
বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে সিরাজ স্মৃতি সংসদ ৪-০ গোলে হারিয়েছে জামালপুর কাঁচারিপাড়া একাদশকে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল সিরাজ স্মৃতি।
সহজ জয়ে জোড়া গোল করেছেন থুইনু মারমা। ২৭ মিনিটে থুইনুর গোলে লিড নিয়েছিল সিরাজ স্মৃতি সংসদ। ৫৩ মিনিটে তিনিই ব্যবধান দ্বিগুণ করেণ। ৬৫ মিনিটে আলপি আক্তার ও ৮৩ মিনিটে রুমা আক্তার গোল করে সিরাজ স্মৃতি ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
জামালপুর কাঁচারিপাড়া একাদশ আগের ম্যাচে ১৯ গোল খেয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমির কাছে। দুই ম্যাচে সিরাজ স্মৃতি সংসদের পয়েন্ট ৪ এবং সমান ম্যাচে শূন্য কাঁচারিপাড়া একাদশের।