28 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

সোমবার পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার (২২ এপ্রিল) পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রোববার (২১ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সোমবার থেকে বুধবার (২৪ এপ্রিল) পর্যন্ত পাকিস্তানে আনুষ্ঠানিক সফরে থাকবেন ইরানের প্রেসিডেন্ট। ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর, এটিই হলে চলেছে কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম পাকিস্তান সফর।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তার স্ত্রী, ইরানি পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিসভার অন্যান্য সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি একটি বড় ব্যবসায়ীদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এই সফরে অংশ নেবে।

সফর চলাকালে রাইসি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি ও জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে দেখা করবেন। তাছাড়া তিনি লাহোর ও করাচিতেও যাবেন এবং প্রাদেশিক নেতাদের সঙ্গে দেখা করবেন।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তান-ইরান সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, কৃষি, ও উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পাবে। তাছাড়া সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়েও আলোচনা হবে।

ইসলামাবাদ বলেছে, পাকিস্তান ও ইরানের মধ্যে ইতিহাস, সংস্কৃতি ও ধর্মের দিক দিয়ে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ইরানি প্রেসিডেন্টের এই সফর উভয় দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

চলতি বছরের ১৬ জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তবর্তী শহর পাঞ্জগুরে হামলা চালায় ইরান। এতে দুই শিশু নিহত ও তিনজন আহত হয়। এর মাত্র একদিন পরে ১৭ জানুয়ারি ইরানের সারাভান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। এতে সাতজন নিহত হয়।

ইরান দাবি করে, তারা জাইশ আল-আদিল নামে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে হামলা চালিয়েছিল। অন্যদিকে, পাকিস্তান আরও জানায়, তারা সারমাচার নামে পরিচিত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। সূত্র: ডন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

0
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে হাজার খানেক শিক্ষার্থী তিতুমীর কলেজ...

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন ডিজি কাউসার নাসরীন

0
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) কাউসার নাসরীন। সোমবার (১৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র...

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

0
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ৩০ নভেম্বর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না। সম্প্রতি এ সংক্রান্ত একটি...

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার

0
ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর...

‘শেখ হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, তবে বাস্তবতা ভিন্ন’

0
ভারতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্যগুলো বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে...