বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে শাওমি। দুটি সংস্করণে বাজারে আসা ‘রেডমি এ থ্রি’ মডেলের ফোনটিতে ৪ ও ৬ গিগাবাইট র্যাম এবং ৬৪ ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। মিডিয়াটেক হেলিও জি৩৬ অক্টাকোর প্রসেসরে চলা ফোনটিতে চাইলে বাড়তি ৬ গিগাবাইট র্যাম যুক্ত করা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৭১ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ৯০ হার্জ হওয়ায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা সম্ভব। নিরাপত্তার জন্য আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তিও রয়েছে ফোনটিতে। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনটি। ফলে চার্জ নিয়ে চিন্তা করতে হয় না।
অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলা ফোনটির সামনে ৫ মেগাপিক্সেল ও পেছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সামনে–পেছনে এলইডি ফ্ল্যাশলাইট থাকার ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। কালো ও নীল রঙে বাজারে আসা ফোনটির দাম সংস্করণভেদে ১২ হাজার ৪৯৯ টাকা এবং ১৩ হাজার ৯৯৯ টাকা।