সংগৃহীত ছবি
সরকারিভাবে দুটি এবং বেসরকারিভাবে একটি সাধারণ হজ প্যাকেজের ঘোষণা দিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ খ ম খালিদ হোসেন। আজ বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা করেন তিনি।
ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, সরকারিভাবে প্যাকেজ-১ এর মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২ এর মূল্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এছাড়া বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের মূল্য ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এর বাইরে, এজেন্সি একটি অতিরিক্ত হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে বলেও জানান আ খ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা জানান, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে ২০২৫ সালের ২৯ এপ্রিল। হজযাত্রীদের ভিসা ইস্যু শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে।
উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশ থেকে হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।