আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি কবিতা
কবি: আবদুল গাফফার চৌধুরী (প্রকাশ: ১৯৫২ সালে ‘কবিতা’ পত্রিকায়)
আমার ভাইয়ের র*ক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি?
শহীদ তোমাদের র*ক্তে
বাংলার মাটি ফুলে ফলে,
শোষণের শৃঙ্খল ভেঙে
জাগে নবজাগরণ।
ভাষার জন্য জীবন দান
করেছ তুমি যে,
সেই তোমার আত্মত্যাগ
চিরদিন হবে স্মরণীয়।
তোমাদের আত্মত্যাগ
নিষ্ফল হবে না,
বাংলা ভাষা হবে
বিশ্বের সকল ভাষার সমান।